আজকাল ওয়েবডেস্ক: অন্য কোম্পানিগুলির কাছে অনেকটাই পিছিয়ে গিয়েছে বিএসএনএল। তাদের গ্রাহক সংখ্যা ক্রমেই কমের দিকে। সেদিক থেকে দেখতে হলে এবার তারা নতুন অফার নিয়ে এসেছে।
বিএসএনএল তাদের নতুন প্ল্যান অনুসারে ৬ মাসের একটি অফার নিয়ে এল। রিচার্জের ক্ষেত্রে এটি একটি বিরাট পদক্ষেপ হতে পারে। এখানে কম টাকায় শুধু আনলিমিটেড কলিং ডাটা মিলবে তাই নয়, থাকছে অন্য সুবিধাও।
যারা বিএসএনএল ব্যবহার করেন তাদের কাছে এটি ভাল খবর হতে পারে। এবার থেকে এই সরকারি প্রতিষ্ঠানটি নিয়ে এল ৭৫০ টাকার রিচার্জ প্ল্যান। এর সময় থাকবে টানা ৬ মাস ধরে। যদি তারপর আপনি রিচার্জ করতে ভুলেও যান তাহলেও ৭ দিন অতিরিক্ত সময় পাবেন।
এই ৬ মাসে আপনি পাবেন ১৮০ জিবি ডাটা। প্রতিদিন থাকছে ১ জিবি করে ডাটা। যদি ১ ডিবি ডাটা খরচ হয়েও যায় তাহলেও প্রতিদিন আপনি অতিরিক্ত ডাটা পাবেন। এর ডাটা স্পিড থাকবে ৪০ কেবিপিএস। এয়ারটেল, জিও, ভি যেমন তাদের রিচার্জ প্ল্যান তৈরি করেছে। ঠিক তেমনই একই কাজ করল বিএসএনএল।
ইলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে দেশের প্রধান দুই ফোন জায়ান্ট এয়ারটেল এবং জিও। তাদের সঙ্গে এবার নেট পরিষেবা অনেকটাই উন্নত হবে এই দুই প্রতিষ্ঠানের। সেদিক থেকে দেখতে হলে নিজেদেরকে টিকিয়ে রাখাই এখন বিরাট চ্যালেঞ্জ বিএসএনএলের কাছে।
এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার বিএসএনএল নানান অফার নিয়ে আসবে। সেগুলিকে যদি সঠিকভাবে তারা মিটিয়ে দিতে পারে তাহলে সেখান থেকে হয়তো খানিকটা হলেও তাদের সমস্যা মিটবে। দেশের বিভিন্ন স্তরে গ্রাহক কমছে। ফলে এখন যদি নতুন কিছু না করা হয় তাহলে বিরাট সমস্যা তৈরি হবে এই সরকারি প্রতিষ্ঠানের কাছে।
একটা সময় ছিল যখন বিএসএনএল ছিল দেশের নাগরিকের প্রধান ভরসা। তবে সেখান থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে। ক্রমেই পিছিয়ে পড়েছে এই সরকারি প্রতিষ্ঠান।
