আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হল। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার বিকেল ৫ টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত-পাকিস্তান দুই দেশই। তবে এর কয়েক ঘন্টা পর পাকিস্তান ফের হামলা করে। উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনাও। ফের একবার মুখ পোড়ে পাকিস্তানের।


রবিবার সেনার উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন সেনাপ্রধান। ভারত-পাকিস্তান সীমান্ত এলাকাগুলি নিয়ে বিশেষভাবে আলোচনা করেন তিনি। এরপরই তিনি জানিয়ে দেন যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনও ধরণের হামলা করা হয় তাহলে ভারতীয় কমান্ডাররা যেন তার উপযুক্ত জবাব দিতে পিছুপা না হন। প্রতিটি আক্রমণেরই যেন যোগ্য জবাব দেওয়া হয়।

?ref_src=twsrc%5Etfw">May 11, 2025


শ্রীনগর, জম্মু থেকে বারমেঢ়, ফিরোজপুর-ফের ব্ল্যাকআউট। শনিবার রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের হামলা করে পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার। জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের। সংঘর্ষ বিরতির ৫ ঘণ্টার মধ্যেই উধমপুরে পাক হামলা! 

 


শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এরপর রাত ন'টা থেকেই ফের সাইরেন বাজতে শুরু করে অমৃতসরে। আবারও ব্ল্যাক আউট করা হয় গোটা শহরে। সকলকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়। শনিবার রাত থেকেই ফের বাড়তি সতর্কতা অবলম্বন করে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।