আজকাল ওয়েবডেস্ক: হাতে আর কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই কোটিপতি ব্যবসায়ী গৌতম আদানির ছোটো ছেলে জিত আদানির বিয়ে। দিব্যা শাহের সঙ্গে শুভ পরিনয় হবে জিতের। তবে এই বিয়ের আগে একটি মঙ্গল সেবা অনুষ্ঠান করলেন আদানিরা। সেখানে তারা ৫০০ জন বিশেষভাবে সক্ষমকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন।
এই কাজটি করে গৌতম আদানি জানিয়েছেন তিনি মানসিকভাবে শান্তি পেয়েছেন। এক পিতা হিসাবে তিনি শুধু নিজের ছেলের কথা ভাবেননি। তিনি ৫০০ বোনের কথাও ভেবেছেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি তিনি শেয়ার করে লিখেছেন। আমার সন্তান জিত এবং দিব্যার বিয়েতে এর থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না। এই কাজ তাদের মনেও শান্তি দেবে। এই কাজের মাধ্যমে ৫০০ জন বোনের বিয়েও হয়ে যাবে।
यह अत्यंत हर्ष का विषय है कि मेरा बेटा जीत और बहू दिवा अपने वैवाहिक जीवन की शुरुआत एक पुण्य संकल्प से कर रहे हैं।
— Gautam Adani (@gautam_adani)
जीत और दिवा ने प्रति वर्ष 500 दिव्यांग बहनों के विवाह में प्रत्येक बहन के लिए 10 लाख का आर्थिक सहयोग कर ‘मंगल सेवा’ का संकल्प लिया है।
एक पिता के रूप में यह ‘मंगल… pic.twitter.com/tKuW2zPCUETweet by @gautam_adani
আদানি আরও বলেন, এই মঙ্গল সেবা করে তিনি যথেষ্ট মানসিক শান্তি পেয়েছেন। সঠিক কাজের সঠিক ফলকে তিনি বিশ্বাস করেন। তাই তিনি এই কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করলেন। এই সমস্ত বোনেদের আশীর্বাদ তার ছেলে এবং পুত্রবধূকে সমৃদ্ধ করবে।
