আজকাল ওয়েবডেস্ক: সোমবার হিউস্টনের উইলিয়াম পি. হবি বিমানবন্দর থেকে ফিনিক্সগামী একটি দক্ষিণ-পশ্চিম এয়ারলাইন্সের ফ্লাইটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফ্লাইটের মাঝপথে এক নারী যাত্রী হঠাৎ করেই নগ্ন হয়ে বিমানের ভেতরে প্রায় ২৫ মিনিট ধরে নাচা শুরু করেন। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন বিমানের অন্য যাত্রীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিমানের পাইলট বিমানটিকে পুনরায় গেটে ফিরিয়ে আনতে বাধ্য হন।

ফ্লাইটের যাত্রী ম্যাসি এস্তেভেজ জানিয়েছেন, ওই নারী প্রায় অর্ধ ঘণ্টা ধরে বিমানের মধ্য দিয়ে হাঁটাচলা করছিলেন, এরপর কর্তৃপক্ষ তাঁকে আটক করে। হিউস্টন পুলিশ বিভাগ তাঁকে ধরে নিয়ে যায় এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

দক্ষিণ-পশ্চিম এয়ারলাইন্স ঘটনার পর একটি বিবৃতি জারি করে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “সোমবার দুপুরে হিউস্টন থেকে ফিনিক্সগামী ফ্লাইট ৭৩৩-এ একজন যাত্রীর আচরণজনিত সমস্যার কারণে বিমানটি গেটে ফিরে আসে। আমরা যাত্রীদের সাথে যোগাযোগ করেছি এবং তাঁদের ধৈর্যের জন্য কৃতজ্ঞ। আমরা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে দিতে সব চেষ্টা করেছি।”

প্রতিবেদন অনুযায়ী, ওই নারী দাবি করেছিলেন যে তিনি বাইপোলার এবং তাঁকে বিমান থেকে নামতে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। যাত্রীরা আরও জানিয়েছেন, নারীটি ককপিটে প্রবেশের চেষ্টা করছিলেন।

একজন যাত্রী গণমাধ্যমকে জানান, “তিনি আমাদের দিকে ফিরে নগ্ন হয়ে গেলেন।” এক ভিডিওতে দেখা গেছে, ওই নারী "ওয়েট, ওয়েট, ওয়েট" বলে চিৎকার করছিলেন এবং বিমানের সামনের দিকে দৌড়ে গিয়ে ককপিটের দরজায় আঘাত করছিলেন। “ঘটনাটি প্রথমে খুব ভয়ঙ্কর ছিল,” বলে জানান ওই যাত্রী।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিস্ময়কর যে এত সময় লাগল কর্তৃপক্ষের হস্তক্ষেপে। কেউ কোনোভাবে তাড়াতাড়ি হস্তক্ষেপ করেনি, এটা খুবই অদ্ভুত।”