আজকাল ওয়েবডেস্ক: ৫০০ টাকার গুচ্ছ গুচ্ছ ভুয়ো নোট উদ্ধার। ঘটনাটি বিহারের।
দেখতে হুবহু এক। অবিকল আসল নোটের মতই। খালি চোখে দেখে এতটুকু বোঝার উপায় নেই। বিহার পুলিশ আগেই জাল মুদ্রা ছড়ানো রয়েছে বলে সতর্ক করেছিল। জাল নোট ছড়ানোর বিষয়ে সে রাজ্যের পুলিশ, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে পুলিশের তরফে। কীভাবে জাল নোট ধরা যাবে তা নিয়েও দেওয়া হয়েছে পরামর্শ।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, নোটের মধ্যে বানান ভুল থাকছে। সেদিকে কড়া নজর রাখতে বলছেন পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরা। এছাড়া তারা সতর্ক করেছেন, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামের ক্ষেত্রে অনেক ভুল থাকতে পারে বলে। জাল নোটের ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। এই নোটের মুদ্রণ কিছুটা বিবর্ণ হতে পারে। বর্তমানে অনেক অ্যাপ আছে যা জাল মুদ্রা শনাক্ত করতে সক্ষম। তাই কোনও নোট বাজার থেকে কেনার আগে যাচাই করে নিন।
তবে শুধু বিহারেই নয়, সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে জাল নোট। এই অভিযোগে ধরাও হয়েছে অনেককে। কয়েকদিন আগেই মালদহের এক গোপন ডেরা থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এর মধ্যে ২০০ টাকার নোট যেমন আছে, তেমন আছে ৫০০ টাকার নোটও। এই ঘটনার দু’দিনও কাটেনি, তার মধ্যেই ফের সন্ধান মিলল জাল নোটের। এবার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পড়শি রাজ্য বিহারে।
