আজকাল ওয়েবডেস্ক: মাস কয়েক আগেই প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে। যা মন থেকে মেনে নিতে পারেননি যুবক। এর মধ্যেই সেই যুবক জানতে পারেন যে, তাঁর প্রাক্তন প্রেমিকা অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এতেই বিপত্তি! প্রাক্তন প্রেমিকার প্রতি ওই যুবকের রাগ আরও বাড়ে। জেগে ওঠে প্রতিশোধে স্পৃহা। অভিযোগ, শেষপর্যন্ত প্রাক্তন প্রেমিকার ভাইকে অপহরণ, যুবতীকে বন্ধুদের সঙ্গে নিয়ে গণধর্ষণ করেছেন ওই যুবক। পুলিশে, অভিযোগ দায়ের হলেও এখনও অভিযুক্ত ছয়'জনকে গ্রেপ্তার করা যায়নি। ভয়াবহ এই ঘটনা মহারাষ্ট্রের ভিওয়ান্ডি-র।
পুলিশের খবর অনুসারে, ২২ ফব্রুয়ারি এই ঘটনা ঘটেছে। দু'টি জায়গায় যুবতীকে নির্যাতন করা হয়। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক প্রথমে রাস্তা থেকে নির্যাতিতার ভাইকে অপহরণ করে বলে অভিযোগ। তার পর ওই যুবতীকে ফোন করে যুবক জানায় যে, সে না এলে তাঁর ভাইকে ছাড়া হবে না। প্রাক্তন প্রেমিকের ওই ফোন পেয়ে নির্যাতিতা মধ্যরাতে রিকশা চেপে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। বাড়ির কাউকে কিছু জানাননি যুবতী। যুবতীকে দেখেই গেরে গজগজ করতে থাকে তাঁর প্রাক্তন প্রেমিক। এরপর অভিযুক্ত যুবক এবং নির্যাতিতার মধ্যে বচসা শুরু হয়। এইসময় যুবক প্রাক্তন প্রেমিকাকেমারধরও করেন বলে অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে নির্যাতিতার ভাই এবং রিকশাচালককেও মারা হয়।
উত্তপ্ত ওই পরিস্থির মাঝেই যুবতীকে একটি স্কুটারে চাপিয়ে জোর করে নগাঁওয়ের স্থানীয় এক স্কুলের পিছনের ঝোপে নিয়ে যান অভিযুক্ত। যুবকের সঙ্গে তাঁর আরও পাঁচজন বন্ধু ছিল। অভিযোগ সেই ঝোপের মধ্যেই ওই যুবতীকে চার জন মিলে গণধর্ষণ করেন। পরে আবার একটি পিকআপ ভ্যানে চাপিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে জানিয়েছেন নির্যাতিতা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোট ছয়'জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে চার জনের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাকি দু'জনের বিরুদ্ধে শুধু অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ। তবে কাউকেই এখনও অবধি ধরা সম্ভব হয়নি।
