আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে। সংবাদ সংস্থা পিটিাই এই খবর জানিয়েছে।

জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে। তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা গিয়েছে। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং। ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু'বার প্রদানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। 

৩৩ বছর আগে, ১৯৯১ সালে, ডঃ মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোমিত হন। সেই থেকেই তাঁর রাজনৈতিক ইনিংসের শুরু। এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পিভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন।

অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক ডঃ মনমোহন সিং। 

কাজের প্রতি ডঃ মনমোহন সিংয়ের নিষ্ঠার অন্যদের শিক্ষনীয়। চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মনমোহনের প্রশংসা করেছিলেন। বলেছিলেন, "আমার মনে একটি বিষয়ের ভোটাভুটিতে আগে থেকে জানা ছিল যে ট্রেজারি বেঞ্চ জিতবে, কিন্তু ডঃ মনমোহন সিং তার হুইলচেয়ারে এসে ভোট দিয়েছিলেন। যা প্রশংসনীয়।"

সংসদে নিজের শেষ ভাষণেয ডঃ সিং, ২০১৬ সালে মোদি সরকারের আমলে নোট বাতিলের সমালোচনা করেছিলেন এবং ওই পদক্ষেপকে "সংগঠিত লুট এবং বৈধ লুণ্ঠন" বলে নিন্দা করেন।