আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে উল্টে গড়িয়ে পড়ল যাত্রীবাহী পিক আপ ভ্যান। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিল পুনেতে। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আহত হয়েছেন আরও অনেকে।
জানা গেছে, স্থানীয় এক মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। স্বামী, পরিবারের মঙ্গল কামনায় শ্রাবণ মাসের সোমবারে বিশেষ পুজোর জন্য ওই মন্দিরে যাচ্ছিলেন কয়েকজন মহিলা। সঙ্গে ছিল কয়েকজন নাবালক, শিশু। মন্দিরে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি পরপর মহিলা পুণ্যার্থীর। পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হয়েছে আটজনের। পুলিশ জানিয়েছে, আরও ২৯ জন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পুনের খেদ তালুকে। পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে জানিয়েছেন, শ্রাবণ মাসের সোমবারে বিশেষ পুজোর জন্য পুণ্যার্থীরা শিব মন্দিরে যাচ্ছিলেন। খেদ তালুকের শ্রী ক্ষেত্র মহাদেব কুণ্ডেশ্বর মন্দিরের উদ্দেশে একটি পিক আপ ভ্যানে করে রওনা দিয়েছিলেন।
জানা গেছে পিক আপ ভ্যানে পাপালওয়াড়ি গ্রামের বাসিন্দারা ছিলেন। মোট ৪০ জন যাত্রী ছিলেন সেই গাড়িতে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু ছিল। পাহাড়ি রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পিক আপ ভ্যানের চালক। দুপুর ১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ওই রাস্তা থেকে ২৫ থেকে ৩০ ফুট নীচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী পিক আপ ভ্যানটি।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে পুলিশে খবর দেন। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। মৃতেরা সকলেই মহিলা ছিলেন। এই দুর্ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুল্যান্স তড়িঘড়ি করে পৌঁছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছনোর পর ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২৯ জন এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহত ও নিহতদের পরিবারের পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লিখেছেন, 'দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।'
পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনিও। গতকাল রাতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ লিখেছেন, 'একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে একটি পিক আপ ভ্যান। যাতে আটজন মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।'
