আজকাল ওয়েবডেস্ক: ভাসাই-ভিরার মিউনিসিপাল কর্পোরেশনের (VVMC) সঙ্গে জড়িত অবৈধ নির্মাণ কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১৩টি স্থানে অভিযান চালিয়ে মোট ৯.০৪ কোটি টাকার নগদ টাকা ও ২৩.২৫ কোটির হীরের গহনা, সোনা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে।

মুম্বই ও হায়দরাবাদের অভিযুক্তদের বিভিন্ন ঠিকানায় ১৪ ও ১৫ মে অভিযান চালানো হয়। ২০০৯ সাল থেকে বেআইনি নির্মাণের মাধ্যমে ৬০ একর জমি, যার মধ্যে সরকারের জন্য সংরক্ষিত স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট ও ডাম্পিং গ্রাউন্ডের জমিও ছিল, দখল করে ৪১টি আবাসন-সহ বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়।

ইডি জানায়, নকল নথি ও মৃত ব্যক্তিদের নামে জমি হস্তান্তরের ভুয়ো তথ্য তৈরি করে জমি বিক্রি করা হয়। বোম্বে হাই কোর্ট ২০২৪ সালের জুলাই মাসে সব বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দেয় এবং ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি সব বিল্ডিং ভেঙে ফেলা হয়।

ইতিপূর্বে ২০০৯-২০১১ সালে একই জমিতে ১৬৮টি ভবন নির্মাণ করে বিক্রি করা হয়েছিল, যেগুলি ২০১৩ সালে আদালতের নির্দেশে ভেঙে ফেলা হয়। মূল অভিযুক্তদের মধ্যে রয়েছে সীতারাম গুপ্তা, অরুণ গুপ্তা প্রমুখ।

টাউন প্ল্যানিং বিভাগের উপ-পরিচালক ওয়াই.এস. রেড্ডির বাড়ি থেকেও বিপুল পরিমাণ নগদ অর্থ ও মূল্যবান সম্পদ উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।