আজকাল ওয়েবডেস্ক: প্রবীণ কংগ্রেস নেতা ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং তাঁর পুত্র চৈতন্য বাঘেলের সঙ্গে জড়িত একাধিক স্থানে আজ সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হানা দিয়েছে। কয়েক কোটি টাকার আবগারি কেলেঙ্কারির অভিযোগে এই তল্লাশি পরিচালিত হয়। ইডি কর্মকর্তারা ধুরগ জেলার ভিলাই শহরে বাঘেল পরিবারের বাড়িসহ কমপক্ষে ১৪টি স্থানে অনুসন্ধান চালান। কর্মকর্তাদের মতে, এই তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভূপেশ বাঘেল ইডির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন যে সাত বছর ধরে চলা একটি "মিথ্যা মামলা" আদালত বাতিল করার পরেই এই হানা। তিনি আরও বলেন, "যদি কেউ পাঞ্জাবে কংগ্রেসকে থামানোর জন্য এই ষড়যন্ত্র করে, তাহলে তা একটি ভুল ধারণা।"

এই মানি লন্ডারিং তদন্তে চৈতন্য বাঘেলের ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্কিত স্থানেও হানা চালানো হয়েছে। ইডি দাবি করেছে যে, এই কেলেঙ্কারির কারণে রাজ্যের কোষাগারে বিপুল ক্ষতি হয়েছে। তদন্তে উঠে এসেছে যে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই আবগারি সিন্ডিকেট পরিচালিত হয়েছিল, যা বিভিন্ন উপায়ে অবৈধ কমিশন তৈরি করেছিল।

তদন্তের অংশ হিসেবে ইডি জানিয়েছে,  সিন্ডিকেট স্থানীয় ও বিদেশি মদ বিক্রির মাধ্যমে অবৈধভাবে ২,১৬১ কোটি টাকা তুলেছে।