আজকাল ওয়েবডেস্ক: টিকিট জালিয়াতি রোধ করতে ভারতীয় রেলের নতুন চমক। সমস্ত তৎকাল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক ই-আধার যাচাই চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে । ২০২৫ সালের জুনের শেষ দিকে চালু হতে পারে এই প্রক্রিয়া। শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে এই উদ্যোগ।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, তৎকাল টিকিট বুকিংয়ের জন্য শীঘ্রই ই-আধার যাচাই ব্যবস্থা চালু করা হবে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "ভারতীয় রেল শীঘ্রই তৎকাল টিকিট বুক করার জন্য ই-আধার  ব্যবহার শুরু করবে। এটি প্রকৃত ব্যবহারকারীদের প্রয়োজনের সময় নিশ্চিত টিকিট পেতে সহায়তা করবে।" 

জরুরি সময়ে যাত্রীদের স্বল্প সময়ের নোটিশে টিকিট বুক করতে সাহায্য করার জন্য মূলত তৎকাল স্কিমটি চালু করা হয়েছিল। অবশ্য ব্যাপক অপব্যবহারের জন্য প্রায়শই সমালোচনার মুখে পড়েছে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারক এজেন্টরা জাল পরিচয়পত্র এবং স্বয়ংক্রিয় বট ব্যবহার করে বুকিং প্রোটোকল এড়িয়ে সিস্টেমটিকে কাজে লাগায়। ফলে প্রকৃত ভ্রমণকারীদের তৎকাল টিকিট পেতে সমস্যা হয়।

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, যে এই পদক্ষেপ স্বচ্ছতা বৃদ্ধি করবে। জালিয়াতি কমাবে। প্রকৃত ভ্রমণকারীদের জন্য টিকিট পাওয়া আরও সহজ হবে।
রেলকর্তারা জানিয়েছেন, আধার যাচাই কেবল তৎকাল টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, নিয়মিত বুকিংয়ে নয়। এই পদক্ষেপের লক্ষ্য আরও স্বচ্ছব্যবস্থা, সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করা।