আজকাল ওয়েবডেস্ক: বিরাট মিছিলে মানুষের সঙ্গে সাপেদের মেলা। সাপ মাথায়, কাঁধে, হাতে ঝুলিয়ে কিংবা গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন সকলে! কেউ কেউ আবার সাপের মুখে জিভও দিচ্ছেন। এমন ভিডিও-তে ভরে গিয়েছে সোশাল মিডিয়া। হতবাক হচ্ছেন অনেকে, বেশিরভাগই আবার রীতিমত শিউরে উঠছেন। বিহারের সমস্তিপুর জেলার। নাগপঞ্চমী উপলক্ষে আয়োজিত শতাব্দীপ্রাচীন একটি মেলায় যোগ দিতে শয়ে শয়ে ভক্ত জড়ো হন বুড়ি গণ্ডক নদীর তীরে। সেখানেই দেখা মেলে এই ভয়ঙ্কর দৃশ্যের।
समस्तीपुर के सिंघिया घाट का ऐतिहासिक नाग पंचमी मेला देखिये, सांप के साथ करतब दिखा रहे पुजारी व भक्त#samastipur #NagPanchami #Singhiya pic.twitter.com/yyxxfXDJQP
— Samastipur Town (@samastipurtown)Tweet by @samastipurtown
মা ভাগবতী মন্দিরে পুজোর মাধ্যমে মেলার সূচনা হয় সিংঘিয়া বাজার। সেখান থেকে মিছিল করে ভক্তরা এগিয়ে যান নদীর পাড়ে। ছোটো থেকে বড়, নারী-পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকের সঙ্গেই ছিল একটি করে সাপ, কখনও হাতে, কখনও গলায়, আবার কখনও লাঠির মাথায় পেঁচিয়ে ঝুলছে।
Samastipur me nagpanchami Mela ???????? pic.twitter.com/LqPVjjcHy6
— samastipurnow (@samastipur43110)Tweet by @samastipur43110
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি পরিবারের সকলে মেলায় এসেছে বিষধর সাপকে নিয়ে!
মাতাবিষহারীর নামে জয়ধ্বনি দিতে নাগপঞ্চমীতে ভক্তরা পুজো দেন সাপকেই। পুজো শেষে অধিকাংশ সাপকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এই মেলায় শুধু সমস্তিপুর নয়, বিহারের মিথিলা এলাকার বিভিন্ন জেলা, খাগড়িয়া, সহরসা, বেগুসরাই, মুজফ্ফরপুর থেকেও বহু ভক্ত আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঐতিহ্য প্রায় শতাধিক বছরের পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে একইভাবে।
মহিলাদের মধ্যেও রয়েছে একান্ত পূজা-পদ্ধতির রেওয়াজ। তাঁরা গহ্বর বা নির্দিষ্ট পবিত্র স্থানে নাগদেবতার আরাধনায় বসেন। সন্তান প্রাপ্তি, পরিবারের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন। মনস্কামনা পূর্ণ হলে পরবর্তী নাগপঞ্চমীতে ‘ঝাঁপ’ ও প্রসাদ অর্পণ করে কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের দাবি, এবারের মেলায় এখনও পর্যন্ত কোনও সাপের ছোবলের ঘটনা ঘটেনি।
