আজকাল ওয়েবডেস্ক: ৫ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার দিল্লি বিধানসভা ভোটের ফলপ্রকাশ। দেড় কোটিরও বেশি দিল্লিবাসী নির্ধারণ করবেন কাদের হাতে থাকবে ক্ষমতা।
 
 এক্সিট পোল বলছে, এবার দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তবে এক্সিট পোলের সমীক্ষাকে পাত্তা দিতে রাজি নয় আম আদমি পার্টি। 
 
 ৭০ আসনের দিল্লি বিধানসভায় লড়েছেন ৬৯৯ জন প্রার্থী। তার মধ্যে ৬০৩ জন পুরুষ ও ৯৬ জন মহিলা। ২০২০ নির্বাচনে ৬২ আসন জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র আট আসন। কংগ্রেস একটিও আসন পায়নি।
 
 শনিবার সকাল সাতটা থেকে গণনা শুরু হবে। গণনা শেষ হতে হতে সন্ধে ৬টা। গণনা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করবে। 
 
 এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপি, অন্যদিকে আপ। রয়েছে কংগ্রেসও। মূল লড়াই বিজেপি বনাম আপের। এবারের নির্বাচনে প্রায় ৩ লক্ষ নতুন ভোটার ছিল। নতুন ভোটাররা কোন দিকে যান তার উপর নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করছে।
 
 শনিবার ভোটের ফলাফল সারাদিন লাইভ সম্প্রচার হবে এনডিটিভির ওয়েবসাইটে ও টিভিতে। এছাড়া এনডিটিভির ইউটিউব চ্যানেলে মিলবে টাটকা আপডেট। এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিলবে টাটকা আপডেট। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও মিলবে টাটকা আপডেট। এছাড়াও ভোটার হেল্পলাইন অ্যাপে মিলবে তথ্য।
