আজকাল ওয়েবডেস্ক: ভোট হচ্ছে দিল্লিতে। ৫ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে, বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে রাজধানীতে। নির্বাচন কমিশনের তথ্য, দুপুর ১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়েছে ৩৩ শতাংশের বেশি। দুপুর ৩টা পর্যন্ত ৪৬ শতাংশের বেশি ভোট পড়েছে দিল্লিতে। এই ভোট কেবল দিল্লির আগামী পাঁচ বছরের রাজনীতি নির্ধারণ  করবে তা নয়, এই ভোট অগ্নিপরীক্ষা খোদ কেজরিওয়ালের জন্য।

অরবিন্দ কেজরিওয়াল স্বাধীন ভারতের সাম্প্রতিক সময়ের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী থাকার সময় গ্রেপ্তার হয়েছিলেন। জেলে বসে সরকার চালিয়েছেন, এবং দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে বেরিয়ে আসার পরে সরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। কেজরিওয়াল সাফ জানিয়েছিলেন, তিনি পুনরায় ভোট জিতে, মানুষের আস্থা জিতে ফিরবেন এই পদে। সেই আস্থা জয়ের ভোট চলছে দিল্লিতে। নিজের ভোটে, ভোটার হিসেবে ভোট দেন আপ সুপ্রিমো। 

  ভোটের বড় সময় পেরিয়ে গেল ইতিমধ্যে। দিনের শুরুর দিকে সীলমপুর, চিরাগ দিল্লি এবং জংপুরাতে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। আম আদমি পার্টি গেরুয়া শিবিরের দিকে বড় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, রাষ্ট্রপতিভবনের কাছে বিজেপি ভোটারদের ভোটের বিনিময়ে টাকা দিচ্ছে। ৭০আসনের দিল্লি বিধানসভায় ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি।