আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে বায়ুদূষণে জেরবার সাধারণ মানুষ। বাতাসে ধূলোর পরিমান যে হারে বাড়ছে তাতে চিন্তিত সকলেই। কীভাবে নিজেদের স্বাস্থ্যকে সঠিক রাখবেন সেই চিন্তা সকলের মধ্যে। এর মধ্যেই শুরু হয়েছে নতুন রোগের বাড়াবাড়ি। ওয়ার্কিং নিউমোনিয়া নামে নতুন এই রোগের শিকার হচ্ছেন বহু মানুষ। নিউমোনিয়ার নতুন এই লক্ষণ দিল্লির বহু মানুষের মধ্যে দেখা গিয়েছে।
এটি সরাসরি প্রতিটি মানুষের ফুসফুসে গিয়ে আক্রমণ করছে। মানুষের শ্বাসকষ্টের পাশাপাশি ফুসফুসের নানা ধরণের রোগ দেখা যাচ্ছে। এটি শুরু হচ্ছে শর্দি-কাশির মত করেই। এরপর ধীরে ধীরে দেহে জ্বর আসছে এবং ফুসফুসের নানা ধরণের সমস্যা তৈরি হচ্ছে। যারা প্রবীণ ব্যক্তি তারা আরও বেশি করে এই রোগের শিকার হয়েছেন। শিশুদের ক্ষেত্রেই এই নতুন রোগ বেশ সমস্যা তৈরি করছে।
এখানেই শেষ নয়, অতি দ্রুত এটি সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে ফলে এটি ছোঁয়াচে রোগের মধ্যে অন্যতম হিসাবেই মনে করছেন চিকিৎসকরা। ওয়াকিং নিউমোনিয়া হল সাধারণ ব্যাকটেরিয়াম যাকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া বলে। এই জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণে খুব অল্পই রোগজ্বালা হয়। তবে ব্যতিক্রমী ঘটনায় এটা মারণ হতে পারে। ফ্লু-এর মতো উপসর্গ দেখা দেয় এই নিউমোনিয়ায়। জ্বর, গলা শুকিয়ে আসা-ব্যথা, কাশি ইত্যাদি।
ওয়াকিং নিউমোনিয়া হলে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট হতে পারে। তিন থেকে পাঁচদিন পর্যন্ত শ্বাসকষ্ট চলতে পারে। সাধারণত ভিড়ভাট্টা থেকে এই রোগ ছড়াতে পারে যেমন স্কুল-কলেজ প্রভৃতি। দিল্লিতে বর্তমানে বায়ুর দূষণ ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। দিল্লি সরকার নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যে নতুন এই রোগের আবির্ভাব দিল্লিবাসীর মনে নতুন করে ভয় ধারাচ্ছে।
