আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছরের ক্ষুদে, খেলছিল নিজের বাড়ির বাইরে। অভিযোগ সেই সময় তাকে বাড়ির সামনে থেকে নিয়ে যাওয়া হয় মসজিদে, অভিযোগ ধর্ষণের। অভিযোগের তীর ২২ বছরের আসজাদের বিরুদ্ধে, যে একজন মৌলবী বলেও জানা গিয়েছে। 

 

 

ঘটনাস্থল রাজস্থান। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজস্থানের আলোয়ারের পুলিশ রবিবার আসজাদকে গ্রেপ্তার করেছে ধর্ষণের অভিযোগে। পুলিশ জানিয়েছে, শিশুটি নিজের বাড়ির বাইরেই খেলছিল। আচমকা তাকে দেখতে না পেয়ে, শিশুটির মা বাড়ির ঠিক উল্টোদিকের মসজিদে যায়। তখনই এই ঘটনা প্রকাশ্যে আসে। 

 

তারপরেই শিশুর পরিবার অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পাওয়ার পর, ওই মৌলবীকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

 

 অন্যদিকে, উত্তরপ্রদেশে  পরিবারের সম্মানহানি হবে ধর্ষণের ঘটনায়, এই কারণে এক ১৭ বছরের তরুণীর মা এবং দুই ভাই মিলে তাকে হত্যার পরিকল্পনা করে এবং গুলি চালিয়ে খুন করে।