আজকাল ওয়েবডেস্ক: সাধারণ চালের রপ্তানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তারা সাধারণ চালের রপ্তানিতে এতদিন ধরে যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নিল। এরফলে ভারতের কৃষকসমাজ যথেষ্ট উপকৃত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

 

দেশের নাগরিকদের যাতে চালের অভাব না হয় সেজন্য ২০২৩ সাল থেকে এই নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। রপ্তানিকারকরা কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে গেম চেঞ্জার হিসাবে আখ্যা দিয়েছে। এক ব্যবসায়ী জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্ত তাকে আগামীদিনে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এরফলে বিশেষ উপকার পাবে কৃষকরা। এরফলে আগামীদিনে দেশের কৃষকরা তাদের ফসলের অনেক ভাল দাম পাবেন।

 

এছাড়াও কেন্দ্রীয় সরকার এক্সপোর্ট ডিউটিতে বিশেষ ছাড় দিয়েছে। সেখানে ২০ শতাংশ থেকে ছাড় কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। প্রসঙ্গত, ২০ জুলাই থেকে কেন্দ্রীয় সরকার দেশে চালের যোগান বাড়ানোর জন্য সাধারণ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এবার সেখান থেকে খানিকটা শিথিল করে নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

 

এই সিদ্ধান্তের ফলে দেশের কৃষকরা অনেক বেশি লাভ পাবেন। পাশাপাশি বাসমতী চালের পাশাপাশি সাধারণ চাল বিদেশে রপ্তানি করতে পারলে দেশের আর্থিক পরিস্থিতি অনেকটাই বৃষ্টি ঘটবে। তবে এর ফলে দেশে চালের ঘাটতি হবে না বলেই জানা গিয়েছে।