আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ নির্দেশিকা এসে পৌঁছল প্রতিটি রাজ্যে। সেখানে বলা হয়েছে কেন্দ্র হোক বা রাজ্য সকল সরকারি হাসপাতাল চত্বরে যদি হিংসা হয় তবে ৬ ঘন্টার মধ্যে পুলিশকে এফআইআর নিতে হবে। হাসপাতালের কর্মী এবং চিকিৎসকরাও যদি আক্রান্ত হয় তবে সেখানেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকা সকলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।


চিঠিতে লেখা রয়েছে, সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। সরকারি হাসপাতালে এই ঘটনা বেশি ঘটছে। কর্তব্যরত অবস্থায় হিংসার ঘটনায় বারে বারে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনা বরদাস্ত করা হবে না। এই হামলার বেশিরভাগ করা হয়েছে বিভিন্ন রোগীর আত্মীয়দের কাছ থেকে। যদি এই ঘটনা ঘটে তবে ৬ ঘন্টার মধ্যে এফআইআর করা হবে।


প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশষ এরপরই নিজেদের সুরক্ষার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে ওঠে চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই। শুরু হয়েছে তদন্ত। ৯ আগস্টের এই ঘটনার জেরে এখনও উত্তাল রয়েছে পশ্চিমবঙ্গ।


স্বাধীনতা দিবসের আগের দিন রাতে বিভিন্ন বয়সের মহিলারা পথে নেমে রাত দখল করে। আবার সেইদিনই আরজিকর হাসপাতালে গিয়ে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। আহত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান সিপি বিনীত গোয়েল।