আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর গাফিলতির কারণে কেন্দ্রীয় সরকারের ১,৭৫৭.৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভারতের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG)। মঙ্গলবার, ১লা এপ্রিল, প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

CAG-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের মে মাস থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দশ বছর ধরে রিলায়েন্স জিও (RJIL)-কে বিল পাঠাতে ব্যর্থ হয়েছে BSNL। যদিও BSNL এবং RJIL-এর মধ্যে প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং-এর জন্য একটি চুক্তি ছিল, তবুও BSNL তা কার্যকর করতে পারেনি বলে জানিয়েছে CAG।

এছাড়াও, BSNL টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডারদের (TIPs) দেওয়া রাজস্বের অংশ থেকে লাইসেন্স ফি কাটতে ব্যর্থ হওয়ায় আরও ৩৮.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

CAG-এর বিবৃতিতে বলা হয়েছে, "BSNL রিলায়েন্স জিও-এর সঙ্গে করা মাস্টার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (MSA) কার্যকর করতে ব্যর্থ হয়েছে এবং BSNL-এর শেয়ার করা প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের জন্য বিল করতে পারেনি। এর ফলে মে ২০১৪ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত সরকারের ১,৭৫৭.৭৬ কোটি টাকা এবং তার উপর সুদের ক্ষতি হয়েছে।"

এছাড়াও, BSNL-এর পক্ষ থেকে প্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং চার্জ যথাযথভাবে হিসাব করা হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

CAG আরও জানিয়েছে, "RJIL-এর সঙ্গে চুক্তির শর্তাবলী অনুসরণ না করার কারণে এবং মূল্যবৃদ্ধির হিসেব প্রয়োগ না করার ফলে BSNL-এর ২৯ কোটি টাকা (GST-সহ) রাজস্ব ক্ষতি হয়েছে।"

এই ঘটনাকে কেন্দ্র করে টেলিকম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। BSNL কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা এবং চুক্তি বাস্তবায়নে ব্যর্থতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।