আজকাল ওয়েবডেস্ক: কিশোর, ঢুকতে চেয়েছিল পার্কে। সেই কারণেই লোহার দরজা ঠেলে।কিন্তু তাতেই ঘটল বিপত্তি।লোহার দরজা উল্টে পড়ল তারই গায়ে।মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠছে স্থানীয়রা।

 

ঘটনাস্থল বেঙ্গালুরু। ১১ বছরের কিশোর, পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিল। বাবা মায়ের সঙ্গে বিবেকানন্দ ব্লক বস্তি এলাকায় থাকতো সে। রবিবার রাজা শঙ্কর পার্ক মলেশ্বরমে ঢোকার জন্য দরজায় ঠেলা দিতেই ঘটে বিপত্তি। বিরাট ওজনের, বিশালাকৃতি দরজা উল্টে পড়ে ওই কিশোরের উপর। পুলিশ জানিয়েছে, ওই বিশালাকৃতির, ভারি দরজা ওই কিশোরের উপর পড়তেই তার মাথা সহ শরীরের নানা জায়গায় গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তপাত হয়। 

 

তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কেসু জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর স্থানীয়রা সুর চড়িয়েছেন। অভিযোগ পুরনো পার্ক, খেলা জায়গাগুলির যথেষ্ট রক্ষণাবেক্ষণ হয় না। ঘটনায় শোকের ছায়া এলাকায়।