আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে নানা রকম রীতি, আচার-অনুষ্ঠান ও আবেগ। তবে সব রীতি সমানভাবে সমাজে গৃহীত হয় না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে—রাজস্থানের এক বিয়ের বর মায়ের কাছ থেকে স্তন্যপান করছেন ঠিক বিয়ের শোভাযাত্রার দিন।
ভিডিওতে দেখা গেছে, মাথায় ওড়না দিয়ে মুখ আড়াল করা এক মা প্রকাশ্যে ব্লাউজ সরিয়ে তাঁর পূর্ণবয়স্ক ছেলেকে স্তন্যপান করাচ্ছেন। ছেলেটি তখন পূর্ণ বিয়ের সাজে সেজে ‘বারাত’-এ অংশ নিচ্ছিল। ক্যামেরার সামনে, অতিথিদের উপস্থিতিতেই এই রীতি সম্পন্ন হয়। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রবল ঘৃণা ও বিস্ময় প্রকাশ করেন। একজন মন্তব্য করেন— “কীভাবে এরা এত স্বচ্ছন্দে এ কাজ করতে পারছে?” আরেকজনের প্রতিক্রিয়া, “এ রীতির চিন্তাই বা কে করতে পারে!”
কোন প্রথা এটি?
তথ্যানুসারে, এই রীতি মূলত রাজস্থান, পশ্চিম নেপাল ও হরিয়ানার কিছু জেলায় প্রচলিত। বিশ্বাস করা হয়, বিয়ের আগে ছেলেকে শেষবারের মতো স্তন্যপান করিয়ে মা বোঝান—বিয়ের পর নতুন দায়িত্ব আসলেও মাকে ভোলার নয়। মায়ের মৃত্যু হলে, পরিবারের প্রথা অনুযায়ী, দাদাভাইয়ের স্ত্রী এই আচার সম্পন্ন করেন।
প্রতীকী না বাস্তব?
এই প্রথা কখনও প্রতীকীভাবে, আবার অনেক ক্ষেত্রে বাস্তবিকভাবেও পালন করা হয়। অনেক পরিবারে এটিকে শুভ বলে মনে করা হয়। আবার কেউ কেউ মনে করেন, এর মাধ্যমে মায়ের সঙ্গে সন্তানের বন্ধনকে অম্লান রাখার প্রতীকী ঘোষণা দেওয়া হয়।
নারীর অবস্থান নিয়ে প্রশ্ন
তবে সমালোচকরা বলছেন, যেখানে এক সমাজে নারীদের পর্দার আড়ালে থাকতে হয়, সেখানে প্রকাশ্যে এমন এক প্রথা পালন করা গভীর বৈপরীত্যের দিকেই ইঙ্গিত করে। সমালোচকদের মতে, এটি আসলে অন্ধবিশ্বাস ও যুগযুগান্ত ধরে চলে আসা রীতির অন্ধ অনুসরণ, যার সঙ্গে আধুনিক মূল্যবোধের কোনো সামঞ্জস্য নেই।
নেটদুনিয়ার প্রতিক্রিয়া
সামাজিক মাধ্যমে ভিডিওটি ঘিরে তীব্র ক্ষোভ ও কটাক্ষ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, এ ধরনের প্রথা শুধু নারীকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে না, বরং সমাজে অস্বাস্থ্যকর বার্তাও পৌঁছে দেয়। অনেকে আবার দাবি করেছেন—এ ধরনের রীতি বিয়ের আনন্দঘন মুহূর্তকে অস্বস্তিকর ও বিতর্কিত করে তোলে।
সব মিলিয়ে, ভারতের কিছু অঞ্চলে এখনও যে রীতিনীতি প্রাচীন বিশ্বাসের কারণে টিকে আছে, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। তবে প্রশ্ন উঠছে—একবিংশ শতকে দাঁড়িয়ে এরকম প্রথা কতোটা যৌক্তিক?
