আজকাল ওয়েবডেস্ক: স্বামীর বুকের উপর বসে জোর করে বিষ পান করানোর অভিযোগ উঠল বিহারের এক মহিলার বিরুদ্ধে। স্বামী-স্ত্রীর বচসার জেরেই দুই নাবালক সন্তানের সামনেই এই নারকীয় কাণ্ড ঘটে। ঘটনাটি শুক্রবার রাতের, সমস্তিপুরের মুসাপুর পঞ্চায়েতের। 

পেশায় রাজমিস্ত্রী যুবকের নাম বিক্রম কুমার সিং। শুক্রবার রাতে স্ত্রী বিভার সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। যা ক্রমশ বাড়তে থাকে। একসময়ে বিভা, বিক্রমের বুকের উপর চেপে বসেন। তারপর ছুরি নিয়ে তাঁকে বিষ পান করতে বাধ্য করেন। ঘটনার সময় ঘরেই ছিলেন তাঁদের দুই নাবালক সন্তান।

পুলিশের দাবি, বিক্রমের নবালক সন্তানেরাই বাবার উপর মায়ের অত্যাচারের কাহিনী তুলে ধরেন। শিশু দু'টির দাবি, মা তাদের বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল। কিন্তু, বিক্রমের শরীরে ছুরি দিয়ে আঘাতে কোনও চিহ্ন মেলেনি বলে পুলিশ জানিয়েছে। 

এই ঘটনা জানাজানি হলে বেহুঁশ বিক্রমকে তাঁর পরিবারের অন্য়ান্য আত্মীয় ও প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

বিক্রমের মা জ্যোতি দেবী, ছেলেকে খুনের চেষ্টার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিভা সিং-কে গ্রেপ্তার করেছে পুলিশ।