আজকাল ওয়াবডেস্ক: মহারাষ্ট্রের পুনেয় সেতু বিপর্যয়। পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে পড়েছে। ফলে নদীর জলে ২০-২৫ জন তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। ঘটনার এক ঘন্টার মধ্যেই পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

কুণ্ডমালা গ্রামের কাছে অবস্থিত এই সেতু পর্যচকদের কাছে খুবই জনপ্রিয়। সেখানে বর্ষাকালে প্রচুর ভিড় হয়। রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় ছিল। এর মাঝেই সেতু ভেঙে দুর্ঘটনা ঘটে যায়। ভেঙে পড়ার সময় ইন্দ্রায়ণী সেতুতে ছিলেন প্রায় ১৫ থেকে ২০ জন পর্যটক। তাঁরা নদীতে পড়ে তলিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-সহ পুলিশ এবং দুর্যোগ ত্রাণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে।

পুনে গ্রামীণ মাভাল এলাকায় সেতু ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে। যদিও পুনে এবং পিম্প্রি চিঞ্চওয়াদে কমলা সতর্কতা জারি রয়েছে, ঘাট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গত দুই দিনে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছিল।

বাসিন্দারা আগেই চার-পাঁচ বছর আগে সংস্কার করা সেতুটির কাঠামোগত সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। তবে অনেক পর্যটক সম্ভাব্য বিপদ সম্পর্কে অবগত ছিলেন না।

এই সেতু বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এক্সবার্তায় তিনি লিখেছেন, "পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর মর্মান্তিক সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বেশ কয়েকজন পর্যটক ডুবে মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এই খবর হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করার এবং ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি। নিখোঁজদের নিরাপদে আরোগ্য লাভের জন্য এবং এই অকল্পনীয় ক্ষতি সহ্য করার জন্য পরিবারগুলির শক্তি কামনা করছি।"

?ref_src=twsrc%5Etfw">June 15, 2025