আজকাল ওয়েবডেস্ক: প্যাকেটজাত খাবারের সামনে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ উল্লেখ করে সতর্কীকরণ লেবেল বসানোর দাবিতে করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রসিকতা করে বলেছে, “শিশুরা কুরকুরে প্যাকেটের ভেতরের জিনিসে বেশি আগ্রহী, বাইরের লেবেলে নয়।”

বিচারপতি জে.বি. পারদিওয়ালা বলেন, “আপনার নাতি-নাতনিরা যদি এই মামলার সিদ্ধান্ত নিত, তাহলে আপনি বুঝতে পারতেন কুরকুরে কী।”

তবে আদালত কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে তিন মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুপারিশ জমা দিতে নির্দেশ দিয়েছে, যাতে প্রয়োজনে বর্তমান লেবেলিং নিয়মে সংশোধন আনা যায়।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ইতিমধ্যেই ২০২০ সালের লেবেলিং বিধিতে সংশোধনের বিষয়ে কাজ করছে এবং এ বিষয়ে ১৪ হাজারের বেশি জনমত জমা পড়েছে।