আজকাল ওয়েবডেস্ক: দেশ-রাজনীতি, চাকরি সর্বত্র আলোচনা ‘জাত’ নিয়ে। সেই আলোচনাতেই এবার সরগরম দেশের সংসদ। নেতাদের মন্তব্য, পালটা মন্তব্য। মাঝে ঢুকে পড়লেন খোদ দেশের প্রধানমন্ত্রীও।
ঠিক কী হয়েছে? মঙ্গলবার সংসদে ‘জাত’ নিয়ে যে আলোচনার সূত্রপাত, তার প্রেক্ষিতে সমাজমাধ্যমে দুটি পোস্ট হয়েছে। একটি খোদ প্রধানমন্ত্রীর অন্যটি অনুরাগ ঠাকুরের। প্রধানমন্ত্রী অনুরাগ ঠাকুরের সমর্থনে একটি পোস্ট করেছেন। যদিও ইতিমধ্যে তা নিয়ে জোর চর্চা বিরোধীদের মধ্যে।
আরও পড়ুন: নদীর স্রোতে ভেসে যাচ্ছে লাশ! ঈশ্বরের নিজের দেশে নরকযন্ত্রণা, হতে পারে আরও বৃষ্টি
অন্যটি আবার খোদ অনুরাগ পোস্ট করেছেন। মঙ্গলবার সংসদে দফায় দফায় বিতর্কে জড়িয়েছিলেন সপা নেতা অখিলেশ যাদব এবং বিজেপির অনুরাগ ঠাকুর। রাহুল গান্ধীর সঙ্গে অনুরাগ ঠাকুরের বিতর্কের মাঝেই সপা নেতা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, কেউ কারও জাত নিয়ে কিভাবে প্রশ্ন করতে পারেন। তারপরেই সংসদের জল ফের পৌঁছয় সমাজমাধ্যমে। অনুরাগ ঠাকুর সপা নেতার দু-দুটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তারমধ্যে একটি ভিডিও গতকালের। যেখানে সংসদে দাঁড়িয়ে অখিলেশ যাদব প্রশ্ন করছেন, ‘আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি জাতি নিয়ে কিভাবে প্রশ্ন করলেন?’ অন্য একটি ভিডিও অখিলেশ যাদবেরই। সেটি পুরনো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অখিলেশ সাংবাদিকদের জাত নিয়ে প্রশ্ন করছেন।ওই ভিডিও পোস্ট করে প্রশ্ন করেছেন অনুরাগ ঠাকুর, ‘জাতি কী করে জিজ্ঞাসা করলেন?’
ঠিক কী হয়েছে? মঙ্গলবার সংসদে ‘জাত’ নিয়ে যে আলোচনার সূত্রপাত, তার প্রেক্ষিতে সমাজমাধ্যমে দুটি পোস্ট হয়েছে। একটি খোদ প্রধানমন্ত্রীর অন্যটি অনুরাগ ঠাকুরের। প্রধানমন্ত্রী অনুরাগ ঠাকুরের সমর্থনে একটি পোস্ট করেছেন। যদিও ইতিমধ্যে তা নিয়ে জোর চর্চা বিরোধীদের মধ্যে।
আরও পড়ুন: নদীর স্রোতে ভেসে যাচ্ছে লাশ! ঈশ্বরের নিজের দেশে নরকযন্ত্রণা, হতে পারে আরও বৃষ্টি
অন্যটি আবার খোদ অনুরাগ পোস্ট করেছেন। মঙ্গলবার সংসদে দফায় দফায় বিতর্কে জড়িয়েছিলেন সপা নেতা অখিলেশ যাদব এবং বিজেপির অনুরাগ ঠাকুর। রাহুল গান্ধীর সঙ্গে অনুরাগ ঠাকুরের বিতর্কের মাঝেই সপা নেতা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, কেউ কারও জাত নিয়ে কিভাবে প্রশ্ন করতে পারেন। তারপরেই সংসদের জল ফের পৌঁছয় সমাজমাধ্যমে। অনুরাগ ঠাকুর সপা নেতার দু-দুটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তারমধ্যে একটি ভিডিও গতকালের। যেখানে সংসদে দাঁড়িয়ে অখিলেশ যাদব প্রশ্ন করছেন, ‘আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি জাতি নিয়ে কিভাবে প্রশ্ন করলেন?’ অন্য একটি ভিডিও অখিলেশ যাদবেরই। সেটি পুরনো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অখিলেশ সাংবাদিকদের জাত নিয়ে প্রশ্ন করছেন।ওই ভিডিও পোস্ট করে প্রশ্ন করেছেন অনুরাগ ঠাকুর, ‘জাতি কী করে জিজ্ঞাসা করলেন?’
