নিতাই দে, আগরতলা: দীর্ঘ ৩২ বছর পরিত্যক্ত থাকার পর পুনরায় ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরের বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কৈলাশহরের পরিত্যাক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। কৈলাশহরের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার দাবিতে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন সংঘটিত হয়েছে। 

 

কৈলাশহরের বিমানবন্দরটি পরিদর্শন করার পর মঙ্গলবার রাতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দলটি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে বৈঠক করেন। সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কৈলাশহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি তিনি কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের কার্যালয় এবং কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহনকেও এই বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। 

 

এই অবস্থায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাশহর বিমানবন্দর পরিদর্শন করে এবং আজ তারা এবিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। সেখানে আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে কৈলাশহর বিমানবন্দর চালু করা সম্পর্কে অবহিত করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের রিজিওন্যাল এক্সিকিউটিভ ডিরেক্টর রাজা কিশোর এবং আগরতলা এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে সি মীনা। 

 

উল্লেখ্য, কৈলাশহরের এই বিমানবন্দরটি চালু হলে উনকোটি এবং ধলাই জেলার পাশাপাশি পাশ্ববর্তী অসম রাজ্যের কাছার জেলার সাধারণ নাগরিকরা বাইরের রাজ্যে যাওয়ার জন্য বাড়তি সুবিধা পাবেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনের পর কৈলাশহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু হওয়ার প্রক্রিয়া অনেকাংশেই গতি পেল। এখন উনকোটি জেলার মানুষ অপেক্ষায় রয়েছেন, কবে নাগাদ জোরকদমে এই পরিত্যক্ত বিমানবন্দরটির কাজ শুরু হবে।