আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ার।
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই বিমানে ছিলেন বলেই খবর মিলেছে। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর অনুসারে তিনি এই বিমানে চেপে লন্ডনে যাচ্ছিলেন বলেই খবর মিলেছে। ফলে সেখান থেকে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
সংবাদ সংস্থা এএনআই গুজরাত পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন।
অন্য কয়েকটি সূত্রের দাবি, বিমানটি অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাচ্ছিল। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিমানটি কোন বিমান সংস্থার তাই নিয়েও একাধিক মত রয়েছে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি। অনেকেরই আশঙ্কা, লোকালয়ে থাকা অনেকেরই প্রাণহানি হতে পারে।
