আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। তাঁর বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। ধৃতের নাম ওয়াকাস। গ্রেপ্তারের সময় অনুপ্রবেশকারীর কাছ থেকে কোনও অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার করা হয়নি।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ। এরই মধ্যে গত তিন দিনে এক পাক রেঞ্জার্স-সহ তিন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হল।
গত ৩ মে পাঞ্জাব সীমান্ত থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। জঙ্গলে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। ধৃতের নাম হুসনাইন। তিনি এখন পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। ওই দিনই রাজস্থানে আটক হন এক পাকিস্তানি রেঞ্জার। তাঁকে বিএসএফের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে।
গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সরা এক বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায়। পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি হওয়া বিএসএফের ওই কনস্টেবল পূর্ণমকুমার সাউ বাংলার রিষড়ার বাসিন্দা। তাঁকে ছাড়াতে বিএসএফের তরফে পাক রেঞ্জার্সের সঙ্গে একাধিক ফ্ল্যাগ মিটিং করলেও তা নিস্ফলা হয়ে গিয়েছে। ফলে এখনও পাকিস্তানে বন্দি রয়েছেন ওই বিএসএফ জওয়ান। এরই মধ্যে তিন দিনে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে এক পাক রেঞ্জার্স ও দুই পাক নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ।
