আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারত সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। কী হবে সেই পদক্ষেপ তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবারই সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। আলোচনা হয়েছে। সরকার নিজেদের মনোভাব স্পষ্ট করেছে। বিরোধীরাও জানিয়েছে, যে পদক্ষেপই নেওয়া হোক তাদের সমর্থন থাকবে।
এই পরিস্থিতির মধ্যেই ফের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান পোস্ট থেকে ভারতের দিকে উড়ে গেল গুলি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারতে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি দিয়েই যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।
পহেলগাঁও হামলার তিনদিন পরে যখন উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। তখনই ভারতে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান। সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি রয়েছে, সেখান থেকেই গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানকে। গুলির লড়াইয়ে ভারতের দিকে কোনও হতাহতের খবর মেলেনি। পাকিস্তানে কোনও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
পহেলগাঁও হামলার পর দুই দেশেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার পরেই পাকিস্তানের এই কাণ্ড ভারতকে উসকানি বলেই বলে করছেন কূটনীতিকরা।
যদিও জম্মু–কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাই ভারত সরকার এবার সেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করতে চাইছে।
অন্যদিকে, জম্মু–কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। সেনা সূত্রে খবর, বান্দিপোরার ওই এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে–এই মর্মে খবর এসেছিল। তার পরেই ওই এলাকাকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। ওখানে কত জন জঙ্গি লুকিয়ে, তা এখনও স্পষ্ট নয়।
