আজকাল ওয়েবডেস্ক: বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ভিডিও, ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও মন ছুঁয়ে যায় অনেকের, কোনও ভিডিও দেখে সমালোচনায় সরব হন কেউ কেউ, আবার কোনও ভিডিও দেখে হেসে লুটোপুটি খান নেটিজেনরা। তেমনই এক বিয়ের ভিডিও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভিডিওতে দেখা গিয়েছে এক তরুণী তুমুল মজা করছেন নিজের বিয়েতে। পরনে কনের সাজপোশাক। ভারী গয়না, লেহেঙ্গায় সুসজ্জিত তিনি। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন পাত্র। তিনি সাদা রঙের পাঞ্জাবিতে সেজে মালাবদলের জন্য অপেক্ষা করছেন। দু'জনের মুখেই হাসির রেশ। মালাবদলের আগে আত্মীয়দের সঙ্গে তাঁরাও চুটিয়ে নাচ করছেন।
কিন্তু নেটিজেনদের নজরে পড়ল দু'জনের চেহারা। বাবার বয়সি বরের গলায় তরুণীকে মালা পড়াতে দেখেই প্রথমে অবাক হন সকলে। এই বিয়েতে তরুণীর এত খুশির কী কারণ, তা জানতে পেরেই হাসতে হাসতে লুটিয়ে পড়েন সকলে। কনের এত উন্মাদনার কারণ কী?
জানা গিয়েছে, পাত্র পেশায় সরকারি স্কুলের শিক্ষক। বয়সে বড় হলেও, সরকারি চাকুরিজীবী হওয়ায় বেজায় খুশি কনে। তাই বয়স্ক পাত্র হলেও, গোমড়া মুখে বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন ইনস্টাগ্রামে। নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের।
