আজকাল ওয়েবডেস্ক: পিকনিকে গিয়েছিলেন পাঁচ বন্ধু। বর্ষার মাঝেই তুমুল হুল্লোড়ে মেতেছিলেন তাঁরা। নদীর ধারে চলছিল খাওয়াদাওয়া। নাচ, গান। সেই আনন্দের আবহে মুহূর্তের মধ্যে ছড়াল বিষাদ। পাঁচ বন্ধুর মধ্যে একজন ভেসে গেলেন নদীর জলের তোড়ে। বাকিরা উদ্ধারের জন্য হাত বাড়ালেও, শেষরক্ষা হল না। 

কীভাবে দুর্ঘটনা ঘটল? তা আরও মর্মান্তিক। জানা গেছে, ওই তরুণ নদীর জলে হাত, মুখ ধুতে গিয়েছিলেন। হঠাৎ তাঁর পায়ের চটি খুলে, নদীর জলে পড়ে যায়। সেই চটি তুলতে গিয়েই প্রাণ গেল তরুণের। চটিটি উদ্ধার করতে গিয়েই নদীর জলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। সেই জলে স্রোতে তলিয়ে যান তিনি। 

সাময়িকভাবে চিৎকার করেছিলেন। সেই চিৎকারের শব্দ শুনেই ছুটে আসেন বাকি বন্ধুরা। তাঁকে উদ্ধারের জন্য সকলেই হাত বাড়িয়ে দেন। কিন্তু জলের তুমুল স্রোতে আর রক্ষা করা যায়নি। একদিন পর অদূরে এক জায়গা থেকে তরুণের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে শোকের ছায়া গোটা এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সিওনি জেলার পারেয়া খোহ এলাকায়।‌ জায়গাটি পিকনিকের জন্য অত্যন্ত জনপ্রিয়। বছরভর প্রায়ই স্থানীয়দের আনাগোনা থাকে এই এলাকায়‌। শনিবার পাঁচ বন্ধু মিলে এই জায়গাতেই পিকনিকের জন্য গিয়েছিলেন। 

আরও পড়ুন: প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে ট্রেন, ফোন ঘাঁটতেই ব্যস্ত যাত্রী! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি বৃদ্ধের

২০ বছরের মৃত তরুণের নাম, আয়ুষ যাদব। পুলিশ জানিয়েছে, তিনি লাখনাদন এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শনিবার বন্ধুদের সঙ্গে আনন্দ, উচ্ছ্বাসে মেতেছিলেন। খাওয়াদাওয়ার পর নদীতে হাত, মুখ ধুতে যান। সেই সময়েই তাঁর পায়ের চটিটি নদীর জলে পড়ে যায়। নদী থেকে চটিটি তোলার চেষ্টা করছিলেন আয়ুষ। ভিডিওতে দেখা গেছে, একটি গাছের ডাল ভেঙে, সেটি দিয়েই চটি তোলার চেষ্টা করছিলেন। 

এরপর নদীতে নামেন। নিয়ন্ত্রণ হারিয়ে নদীর জলের স্রোতে ভেসে যান তরুণ। বাকিরা উদ্ধার করতে ছুটে এলেও, ততক্ষণে তরুণ আরও দূরে ভেসে যান। চিৎকার করে স্থানীয়দের ডেকে আনেন বাকি বন্ধুরা। খবর দেওয়া হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। শনিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমে পড়ে তারা। 

দীর্ঘ তল্লাশির পর রবিবার সন্ধ্যায় অদূরের একটি জায়গা থেকে তরুণের নিথর দেহ উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় বিষাদের ছায়া এলাকায়। শোকগ্রস্ত পরিবারটিও মানসিকভাবে ভেঙে পড়েছে। 

গোটা ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিওতে। কীভাবে তরুণ গাছের ডাল দিয়ে চটি তোলার চেষ্টা করছিলেন, তাও দেখা গেছে ভিডিওতে। অসাবধানতাবশত কীভাবে তরুণের প্রাণ হারাল, তা দেখেও শিউরে উঠেছেন অনেকে। প্রসঙ্গত, এই প্রথম নয়। পিকনিকে গিয়ে অসাবধানতায় প্রাণহানির ঘটনা অতীতেও বহু জায়গায় ঘটেছে। কখনও সেলফি তোলার সময়। কখনও হড়পা বানে ভেসে গিয়ে। কখনও নদীর জলে বন্ধুরা একসঙ্গে স্নান করতে করতেই ভেসে গেছেন। বর্ষার নদী আরও খড়স্রোতা হয়ে যায়। সেই জলে পা হড়কে পড়ে একের পর এক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আবারও জনপ্রিয় পিকনিক স্পটে সতর্কতা জারি করেছে প্রশাসন।