আজকাল ওয়েবডেস্ক: গেমিং -এর জন্য মোবাইল ফোন চাই কিশোরের। না দেওয়ায় মাকে কোপালো কিশোর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা। ঘটনাটি কেরালার থিক্কোডির। 

 

 

ভয়ঙ্কর ঘটনাটি ঘটে শনিবার রাতে। ১৪ বছরের ওই কিশোর মায়ের কাছে মোবাইল ফোন চায় গেমিংয়ের জন্য। মা দিতে চাননি। ছেলে বারবার বলতে থাকে ফোনের কথা। মা কোনওভাবেই রাজি না হওয়ায় ঘরে থাকা ছুরি দিয়ে কোপ মারে ওই কিশোর। 

 


ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, মায়ের ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকত ওই কিশোর। তাই মা বলেছিলেন, ইন্টারনেটের ইন্টারনেটের ডেটা ফুরিয়ে গিয়েছে। তখন ছেলে বায়না করতে থাকে ফোনে রিচার্জ করে দেওয়ার জন্য। মা তাতে রাজি হননি। এরপর ওই কিশোর দাবি করেন, গেমিং -এর জন্য ফোন দিতে হবে। মা তা দিতে অস্বীকার করেন। বেশ কয়েকবার বলার পরও মায়ের মন না গলায় কিশোরটি তখনকার মতো চুপ করে যায়। এরপর রাতে মা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা ছুরি দিয়ে মাকে কোপ মারে। অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা। মহিলার চিৎকারে ছুটে আসেন বাকিরা। কিশোরের হাত থেকে কেড়ে নেওয়া হয় ছুরি। মায়ের আঘাত গুরুতর নয়। 

 


পুলিশ এসে মা এবং সন্তান উভয়ের বয়ান রেকর্ড করে। মা পুলিশকে জানিয়েছেন, ওই কিশোর পড়াশোনা ছেড়ে দিয়েছে। স্কুল ড্রপ আউট। সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকত। মোবাইল গেমিংয়ে অত্যধিক আসক্তি ছিল। মোবাইল চেয়ে না পেয়ে আক্রোশে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে ওই কিশোর।