সোনার ঊর্ধ্বমুখী দাম যেন আর থামছেই না! বিশ্ববাজারে একের পর এক রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠছে হলুদ ধাতুর মূল্য। ধনতেরাসের আগে ভারতের বাজারেও গ্রাম প্রতি সোনার দামে লেগেছে আগুন। বুধবার ২২ ক্যারাট সোনার দাম প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা। পাল্লা দিয়ে দাম বাড়ছে ২৪ ক্যারাট সোনারও। যা ঘিরে মাথায় হাত ব্যবসায়ীদের।
2
9
এখানেই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এমন উত্থান? বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে বিশ্বজুড়ে একাধিক অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণ একসঙ্গে কাজ করছে। যার ফলেই সোনার দামের এই মূল্যবৃদ্ধি। মূলত যেসব কারণে হলুদ ধাতুর দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে তা হল-
3
9
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের মানসিকতায় প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের টানাপড়েন, এবং চীনের বাজারে ধস-সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদের খোঁজে ছুটছেন। আর ইতিহাস বলছে, এই সংকটের সময়ে সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে সোনা। তাই বড় বড় ফান্ড ও ধনী বিনিয়োগকারীরা এই খাতেই বিপুল পরিমাণ অর্থ ঢালছেন।
4
9
বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা দামের ঊর্ধ্বগতি মানুষকে চিন্তায় ফেলেছে। যখন পণ্যের দাম বাড়ে, টাকার মূল্য কমে যায়। তখন সকলেই এমন সম্পদে বিনিয়োগ করতে চায় যার মূল্য সময়ের সঙ্গে কমে না। যার মধ্যে অন্যতম সোনা। ফলে সোনার চাহিদা বেড়ে যায়, আর দামও স্বাভাবিকভাবেই বাড়ে।
5
9
কম সুদের হারেও সোনার দামে প্রভাব পড়ছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থনীতিকে টিকিয়ে রাখতে সুদের হার কম রাখছে। এতে সোনা আরও আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ ব্যাঙ্কে টাকা রেখে যে সুদ পাওয়া যায় তা কমে গেছে। ফলে বিনিয়োগকারীদের সোনার প্রতি ঝোঁক বাড়ছে।
6
9
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় মার্কিন ডলারে। যখন ডলারের মান কমে, তখন সোনা তুলনামূলকভাবে বেশি মূল্যবান হয়ে ওঠে। সম্প্রতি মার্কিন মুদ্রার এই দুর্বলতাও সোনার দামের আগুনে ঘি ঢেলেছে।
7
9
সোনার নতুন খনি আবিষ্কার কমে গেছে, পুরনো খনি থেকে উত্তোলনও ব্যয়বহুল হয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রিফাইনিং ও পরিবহন খরচের বৃদ্ধি। অপরদিকে, ভারত ও চীনের মতো দেশে উৎসব, বিয়ে ও গয়নার প্রতি আকর্ষণের কারণে চাহিদা ক্রমেই বাড়ছে। ফলে সরবরাহ-চাহিদার এই ভারসাম্যহীনতাই দামের উত্থান ঘটাচ্ছে।
8
9
ভারতে সোনা শুধু বিনিয়োগ নয়, এটি আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বিয়ে থেকে যে কোনও উৎসব- সব ক্ষেত্রেই সোনার ব্যবহার অপরিহার্য। প্রতিবছর দীপাবলি ও বিয়ের মরশুমে চাহিদা আকাশছুঁয়ে যায়, যা বিশ্বের বাজারকেও প্রভাবিত করে।
9
9
বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আরও কিছুদিন উর্ধ্বমুখী থাকতে পারে। তবে তাঁরা সতর্ক করে বলছেন, ধনতেরাসের আগে বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি ও ঝুঁকি ভালভাবে বুঝে নেওয়া উচিত।