রাধা: কৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা সকলেরই জানা ছিল। তবে কখনও কৃষ্ণের প্রেম থেকে নিজেকে সরিয়ে রাখেনি। অন্য কারও সঙ্গে বিয়ে হলেও রাধা ছিল কৃষ্ণের প্রেমে পাগল।
2
8
সীতা: রামের সঙ্গে সব ধরণের কষ্ট ভোগ করেও কখনও সুখের মুখ দেখেননি তিনি। উল্টে তাকে বারে বারে অগ্নিপরীক্ষা দিয়ে হয়েছে। তবে জীবনের শেষদিন পর্যন্ত তিনি রামের হয়েই থেকে গিয়েছেন।
3
8
দুর্গা: দেবতারা তাঁকে তৈরি করেছিলেন অসুর বধ করার জন্য। সেই কাজকে তিনি শেষ করেছিলেন। সকলেই তাকে সাহসের জন্য এবং সমৃ্দ্ধির জন্য পুজো করে থাকে।
4
8
কালী: শক্তির আরাধনা করতে হলে সবার আগে তাঁর নামই মনে আসে। তাকে দেখে কাঁপত অসুররা। অশুভ শক্তিকে বিনাশ করাই তার প্রধান কাজ ছিল।
5
8
সাবিত্রী: স্বামীকে বাঁচাতে তাঁর সঙ্গে চলে গিয়েছিলেন সাবিত্রী। যমরাজের হাত থেকে নিজের সতীত্বের জোরে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি।
6
8
মন্দোদরী: স্বামীর কুকীর্তির কথা চোখের সামনে দেখলেও তিনি তার প্রতিবাদ করলেও তাঁকে ছেড়ে যাননি। রাবণের শেষদিন পর্যন্ত তার ধ্বংস দেখার পরই প্রাণত্যাগ করেছিলেন তিনি।
7
8
পার্বতী: শিবের শক্তি ছিলেন পার্বতী। তাঁকে ছাড়া শিব ছিলেন একেবারে মণিহারা ফণির মতো। পার্বতীকে নিজের স্ত্রী হিসাবে পেতে বরাবরই জন্ম নিয়েছেন শিব।
8
8
লক্ষ্মী: নারায়ণের সঙ্গে তাঁকে বারে বারে ছাড়তে হয়েছে। তবে তাঁকে ফের নিজের করে পেতে প্রতিবার নতুন জন্ম নিয়েছেন খোদ নারায়ণ নিজেই।