সূর্য তার জীবনের অর্ধেক সময় পার করে ফেলেছে। বিজ্ঞানীরা মনে করছেন আরও প্রায় ৫০০ কোটি বছর ধরে সূর্য আলো দিতে পারে।
2
10
সূর্যের বয়স আনমানিক ৪৫৭ কোটি বছর। সেখান থেকে আর বেশিদিন ধরে আলো দেওয়া তার কাছে সম্ভব নয়। তাই বেশিদিন ধরে এই আশা করা যায় না।
3
10
যখন সূর্যের আলো শেষ হয়ে যাবে তখন সেটি একটি লাল বামন গ্রহে পরিণত হয়ে যাবে। ফলে তখন তাকে বাকি গ্রহের মতোই দেখতে লাগবে।
4
10
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। আগামীদিনে এই শক্তির আলো থেকে বঞ্চিত হবে পৃথিবী।
5
10
সূর্যের বয়স যখন ১ হাজার ১০০ কোটি বছর হবে তখন তার মৃত্যু ঘটবে। বর্তমানে এটি নিজের অর্ধেক বয়স পার করে ফেলেছে।
6
10
সূর্য বর্তমানে হাইড্রোজেন এবং হিলিয়াম জ্বালানি শেষ করে ফেলেছে। তবে এর মধ্যেও সে অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে আগামীদিনে বাকি গ্যাসও শেষ হয়ে যাবে।
7
10
বামন গ্রহে পরিণত হওয়ার পর সূর্য তার প্রদক্ষিণকারী গ্রহগুলিকে নিজেই ধ্বংস করে দেবে। এতদিন ধরে যে গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে সেগুলি সূর্যের কাছে চলে যাবে। ফলে সেখান থেকেই সেগুলি ধ্বংস হবে।
8
10
সূর্য যে টানে প্রতিটি গ্রহ তাকে ঘিরে রয়েছে সেগুলি কাল হয়ে দাঁড়াবে বাকিদের কাছে। ফলে অতি সমস্ত গ্রহ সূর্যের কাছে যেতে চাইবে। ফলে বিরাট প্রলয় তৈরি হবে।
9
10
আলো যে গতিতে সূর্য থেকে বেরিয়ে আসে তার বিপরীত ক্রিয়া শুরু হবে। ফলে সূর্য তখন দৈত্যের মতো সকলকে গিলে খাবে।
10
10
এই শক্তির উৎস শেষ হওয়ার আগেই তাই বিকল্প নক্ষত্র খুঁজতে হবে। নাহলে মানবজাতির বিনাশ কেউ রুখতে পারবে না।