সম্পূর্ণ নগ্ন হয়ে ঘর মোছেন মহিলা সাফাইকর্মীরা! এমন সংস্থাকে দিয়ে বাড়ি পরিষ্কার করাতে কত খরচ হয় জানেন?

img

আজকাল ওয়েবডেস্ক: অনেকের কাছেই ঘরদোর সাফাই করা ঝক্কির কাজ। তাই আজকাল বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেন বাড়ি পরিষ্কার করার। কিন্তু এমন বিচিত্র সাফাই কর্মচারী বোধহয় কোনও সংস্থার নেই।

img

১। সংস্থার নাম - ‘বেয়ার নেকেড ক্লিনার্স’। পেনেলোপি ওয়াইজার নামের এক মহিলার এই সংস্থার বিশেষত্ব হল, বাড়ি পরিষ্কার করার সময় সংস্থার সাফাইকর্মীরা পুরোপুরি নগ্ন থাকেন।

img

২। পেনেলোপি আগে পেশায় ছিলেন নার্স। ২০২০ সালে তিনি এই সংস্থা তৈরি করেন। ইংল্যান্ডের বার্মিংহামে এই সংস্থা ও অবস্থিত।

img

৩। একটি ব্রিটিশ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পেনেলোপি জানিয়েছেন, তাঁরা নগ্ন হয়ে সাফসাফাই করলেও মোটেই দেহব্যবসা করেন না।

img

৪। তাঁদের প্যাকেজ শুরু হয় ১৫৫ পাউন্ড থেকে। যা ভারতীয় মুদ্রায় ১৭ হাজার টাকারও বেশি। দুই ঘণ্টা সাফাই করার জন্য এই টাকা নেওয়া হয়। এছাড়াও কাজের উপর ভিত্তি করে বাড়তে পারে খরচ।

img

৫। হঠাৎ এহেন উদ্যোগ কেন? পেনেলোপির দাবি, তিনি বিষয়টির অনুপ্রেরণা পেয়েছিলেন একটি অস্ট্রেলিয়ান সংস্থার থেকে। তিনি ভেবেছিলেন, এই কাজের মাধ্যমে বেশ কিছু নারীর কর্মসংস্থান হবে। হাতে টাকাও আসবে।

img

৬। পেনেলোপি জানিয়েছেন, প্রাথমিক ভাবে মোটেই ভাল চলছিল না। দিনে সর্বোচ্চ দু’টি বুকিং পেতেন। কিন্তু বর্তমানে ভালই চলছে সংস্থা। এখন অন্তত ৬০ জন তাঁর সংস্থায় কাজ করেন বলেও জানিয়েছেন পেনেলোপি।

img

৭। গ্রাহক যেমন পোশাক চান তেমন পোশাক পরেই বাড়ি পরিষ্কার করেন সাফাইকর্মীরা। এমনকী চাইলে নার্সের পোশাক পরেই সাফাই করা হয়। তবে কোন অবস্থাতেই সাফাইকর্মীকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন না গ্রাহকরা। সাফ কথা সংস্থার।

img

৮। পেনেলোপি জানিয়েছেন, মূলত পুরুষরাই তাঁদের দিয়ে সাফাই কাজ করান। তবে কী কী কাজ করতে হবে তা আগে থেকেই জানাতে হয়।

img

৯। বাড়ি, অফিস, বাথরুম, রান্নাঘর সবই পরিষ্কার করে সংস্থাটি। তবে ওভেন, ফ্রিজের ভিতরের অংশ কিংবা মাইক্রোওয়েভ পরিষ্কার করা হয় না সংস্থার দ্বারা।