বেঁচে থাকার জন্য, অন্ন-বস্ত্র-বাসস্থানের মতোই প্রয়োজন চিকিৎসা ব্যবস্থার। সাধারণ শরীরের অসুস্থতা থেকে , বড় কোনও সমস্যা, কোনও জায়গায় গেলে বহু মানুষ কোথায় বাজার বসে তা জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করেন হাসপাতাল কোথায়।
2
7
কিন্তু জানেন কি, এই বিশ্বে এরকমও দেশ রয়েছে, যেখানে কোনও হাসপাতালই নেই। শুনতে অবাক লাগলেও, তা সত্যি। একটা গোটা দেশে নেই কোনও হাসপাতাল। গত ৯৬ বছরে ওই দেশে জন্ম হয়নি কোনও শিশুর।
3
7
একবিংশ শতাব্দীতেও এই দেশে কোনও হাসপাতাল নেই। দেশটিও বিশ্বের ক্ষুদ্রতম। কথা হচ্ছে ভ্যাটিকান সিটি নিয়ে।
4
7
ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ। রোমান ক্যাথেলিক চার্চ অবস্থিত সেখানেই। অর্থাৎ বিশ্বব্যাপী সমস্ত ক্যাথেলিক গির্জা এবং ক্যাথেলিক খ্রিস্টানদের শ্রদ্ধার জায়গা। কিন্তু সেখানেই নেই কোনও হাসপাতাল।
5
7
বহুবার আবেদন করার পরেও নাকি, কোনও হাসপাতাল তৈরি হয়নি। তাহলে ওই দেশের সাধারণ মানুষের চিকিৎসা চলে কীভাবে? যে কোনও ধরনের চিকিৎসার প্রয়োজনে, ভ্যাটিকান সিটির সাধারণ মানুষকে যেতে হয় রোমের হাসপাতালে।
6
7
মনে করা হয়, ভ্যাটিকান সিটির সংক্ষিপ্ত ভৌগোলিক স্থান, এবং রোমের অতি উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণেই সেখানে আলাদাভাবে হাসপাতাল তৈরি হয়নি। উল্লেখ্য, ভ্যাটিকান সিটি মাত্র ১১৮ একর জমি জুড়ে অবস্থিত।
7
7
দেশের বাসিন্দা মাত্র ৮০০ থেকে ৯০০। তবে একই সঙ্গে উল্লেখ্য, ওই দেশের অপরাধের হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।