বলিউড অভিনেত্রী রেণুকা সাহানের কর্মজীবনের শুরুর দিকে হওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছে। তিনি জানিয়েছেন, কীভাবে একজন বিবাহিত প্রযোজক তাঁকে প্রতি মাসে নির্দিষ্ট টাকার বিনিময়ে তাঁর সঙ্গে একত্রবাস করার প্রস্তাব দিয়েছিলেন!
2
6
অভিনেত্রী এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা মনে করে বলেন, এক প্রযোজক তাঁর বাড়িতে এসে সরাসরি প্রস্তাব দেন। তিনি বলেন, “ওই প্রযোজক আমার বাড়িতে এসে একটি প্রস্তাব দেন। আমাকে একটি শাড়ি কোম্পানির 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হওয়ার প্রস্তাব দেন এবং তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে একঘরে থাকার জন্য প্রতি মাসে টাকা দেওয়ার কথা বলেন।”
3
6
রেণুকা জানান, এই প্রস্তাবে তাঁর মা এবং তিনি দু'জনেই হতভম্ব হয়ে যান। তিনি সেই প্রযোজকের প্রস্তাব ফিরিয়ে দেন, কিন্তু পরে জানতে পারেন যে সেই প্রযোজক অন্য অনেকের কাছেও একই ধরনের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
4
6
রেণুকা সাহানে আরও উল্লেখ করেন যে বলিউডে অনেকের পক্ষে এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা সহজ হয় না। কারণ, ক্ষমতাশালী ব্যক্তিরা তাঁদের প্রতিরোধকারী অভিনেত্রীদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলেন।
5
6
তিনি আরও বলেন, "যদি কোনও ভুক্তভোগী অভিযোগ করেন, তবে প্রায়শই তাঁদের প্রতিশোধের শিকার হতে হয়— হয় কাজ থেকে সরিয়ে দেওয়া হয়, নয়তো আরও হেনস্থা করা হয়, এমনকি অনেক সময় প্রাপ্য পারিশ্রমিকও দেওয়া হয় না।
6
6
রেণুকা সাহানে এই বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, "মি টু আন্দোলনের পরেও অভিযুক্তরা ৫-৬ বছর পর সব ভুলে গিয়ে খুব ভাল কাজ করছেন।"