সংবাদসংস্থা মুম্বই: পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর আলিকে করাচির অভিজাত ডিফেন্স হাউজিং অথরিটির (DHA) ফেজ ৬-এর একটি অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার, ৮ জুলাই বিকেলে পুলিশ দরজা ভেঙে প্রবেশ করে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে।
2
6
ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে ৯ মাস আগেই নাকি মৃত্যু হয়েছে তাঁর। এমনকী, অভিনেত্রীর পরিবারও মৃতদেহ নিতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে।
3
6
এর মধ্যেই ভাইরাল তাঁর শেষ ভয়েস নোট। সেই রেকর্ড শুনে রীতিমতো ভারাক্রান্ত অনেকেই। কেন এমন বলেছিলেন তিনি? শেষ কথোপকথন হয়েছিল এক বন্ধুর সঙ্গে। তাঁকেই নিজের জন্য মক্কায় প্রার্থনা করতে বলেছিলেন। সেই অডিও নোটে শোনা যাচ্ছে...
4
6
"আমায় ক্ষমা কর। আমি একটু ট্রাভেল করছি। এদিক ওদিক ব্যস্ত থাকছি। আমি খুব খুশি তুমি মক্কায় গিয়েছ। আমার জন্য অনেক প্রার্থনা কর দয়া করে। আমি না তোমার ছোট মিষ্টি বোন। এবং কেরিয়ারের ক্ষেত্রে আমায় মনে রেখো। চেষ্টা করো মনে রাখতে আমায়, এটা তোমায় করতেই হবে।"
5
6
তাঁর সেই বন্ধুই প্রকাশ্যে এনেছেন এই ভিডিও। অভিনেত্রীর কণ্ঠস্বর শুনলেই বোঝা যাবে যে, কিছুটা হলেও তিনি মনের দিক থেকে ভেঙে পড়ছিলেন সেই সময়। এবং তাঁর ঘনিষ্ঠ অনেকেই পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যেন, তাঁর এই রহস্যমৃত্যুর তদন্ত হয়।
6
6
প্রসঙ্গত, হুমায়রা আসগর ২০১৫-র সিনেমা ‘জালাইবি’-তে অভিনয় করেন এবং রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এও অংশ নিয়েছিলেন। তাঁর ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল—অভিনেত্রী, মডেল, থিয়েটার আর্টিস্ট, চিত্রশিল্পী, ভাস্কর ও ফিটনেস অনুরাগী। প্ল্যাটফর্মে তাঁর ৭ লক্ষেরও বেশি অনুগামী ছিল। শেষ ইনস্টাগ্রাম পোস্টটি তিনি করেছিলেন ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর।