মহাকুম্ভ। ১৪৪ বছর পর এই কুম্ভমেলা সম্পন্ন হল। ৬টি শাহি স্নান, ৬৬ কোটির বেশি পূণ্যার্থী সমাগমে শেষ হয়েছে ৪৫দিনের মহাকুম্ভ মেলা।
2
11
মহাকুম্ভ। ১৪৪ বছর পর এই কুম্ভমেলা বসেছিল। ৬টি শাহি স্নান, ৬৬ কোটির বেশি পূণ্যার্থী সমাগমে শেষ হয়েছে ৪৫দিনের মহাকুম্ভ মেলা।
3
11
অনেকেই জানিয়েছে তাঁদের অভূতপূর্ব অভিজ্ঞতার কথা। অনেকেই জানিয়েছেন ভয়াবহ অভিজ্ঞতা। ৪৫ দিনের কুম্ভ মেলায় একাধিক দুর্ঘটনা, মৃত্যুর ঘটনাও ঘটে গিয়েছে। শাহি স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের।
4
11
এই মহাকুম্ভে ভাইরাল হয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে জোর চর্চা। তালিকায় আইআইটি বাবা। বম্বে আইআইটি-র প্রাক্তনী অভয় সিং মহাকুম্ভে 'আইআইটি বাবা'-র তকমা পান। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তিন লক্ষ টাকা মাইনের চাকরি করতেন কানাডাতে। কিন্তু সে সবের মায়া ছেড়ে তিনি আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন।
5
11
তালিকায় ভাইরাল মোনালিসা। মধ্যপ্রদেশের খারগোন জেলার বাসিন্দা ষোড়শী মোনালিসা মহাকুম্ভে এসেছিল মালা বিক্রি করে দুই পয়সা রোজগারের আশায়। একজন ইনফ্লুয়েন্সার তাঁর ভিডিও তুলে সমাজমাধ্যমে ছেড়ে দেন। রাতারাতি ভাইরাল হয়ে যায় সে। তার চোখের প্রতি আকৃষ্ঠ হয়ে যান সকলে। একটি বলিউড ছবিতে কাজও পেয়েছে মোনালিসা।
6
11
এই মহাকুম্ভ শেষ হয়েছে। তবে জানেন কি আগামী কুম্ভ মেলা কবে কোথায় হবে? কুম্ভ মেলা প্রতি চার বছর অন্তর হয়ে থাকে। পরের কুম্ভ মেলা হবে ২০২৭সালে। ২০২৭-এর ১৭ জুলাই থেকে ১৭ আগস্ট, অর্থাৎ একমাস ধরে হবে কুম্ভ মেলা। সূত্রের খবর তেমনটাই।
7
11
কোথায় হবে? জানা গিয়েছে মহারাষ্ট্রের নাসিকে হবে পরবর্তী কুম্ভ। নাসিক থেকে আনুমানিক ৩৮ কিলোমিটার দূরে ত্রিম্বকেশ্বরে গোদাবরী তীরে কুম্ভ মেলা হবে বলে জানা গিয়েছে।
8
11
২৩৩০-এ উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে পরবর্তী কুম্ভ মেলা হবে। ২০৩৩-এ হরিদ্বারে এবং ২০৩৬-এ প্রয়াগরাজে হবে কুম্ভ মেলা।
9
11
প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার, দেশের চার শহরে কুম্ভ মেলা হয়ে থাকে।
10
11
কিন্তু এবার কেন নাসিকে কুম্ভ? কারণ জানেন? কারণ নাসিকে এর আগে ২০১৫ সালে কুম্ভ মেলা হয়েছিল। নাসিক এবং উজ্জয়িনীতে ১২ বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ। সেই হিসেবেই ২০২৭-এ আবার কুম্ভ মেলার আয়োজন হবে গোদাবরী তীরে।
11
11
হিসেব অনুযায়ী, ফের ২০২৮ সালেই আবার কুম্ভ মেলা আয়োজিত হবে ২০২৮ সালে।