২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে আয়োজক পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ডকে।
2
7
টুর্নামেন্টের গ্রুপ এ-তে ভারত এবং নিউজিল্যান্ডের পাশাপাশি অংশ নিয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তান আগেই ছিটকে গিয়েছে। রবিবার কিউইদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। তারা সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।
3
7
গ্রুপ বি-তে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল ইংল্যান্ড এবং আফগানিস্তান। দ্বিতীয় গ্রুপ থেকে সবথেকে বেশি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা।
4
7
রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েই সেমির টিকিট নিশ্চিত করেছিল। রবিবার নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর সেমিফাইনাল নিশ্চিত করছিল ভারতের প্রতিপক্ষ। গ্রুপ এ- থেকে চ্যাম্পিয়ন হওয়ায় স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন রোহিতরা। মঙ্গলবার দুবাইয়ের মাঠে ফেভারিট হয়ে নামলেও অজিদের কোনওভাবেই হালকা নিচ্ছে না ভারতীয় দল।
5
7
টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে ৩৫০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারায় অজিরা। তবে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। দুটি ম্যাচেই অজিরা পায় ১ পয়েন্ট করে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে সেমির টিকিট পায় অজিরা।
6
7
ভারতের সঙ্গে এক গ্রুপে থাকা নিউজিল্যান্ডও বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়। কিন্তু রবিবার ভারতের কাছে হেরে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে শেষ করেছে নিউজিল্যান্ড। বুধবার লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা।
7
7
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও একটি ম্যাচও হারেনি দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল তাদের প্রথম ম্যাচে হারায় আফগানিস্তানকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হয় প্রোটিয়াদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে পৌঁছন ক্লাসেনরা।