রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে মঙ্গলবার দুবাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন রোহিতরা। বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড।
2
7
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট পেয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। রান করেন হার্দিক পাণ্ডেয়া(৪৫) এবং অক্ষর প্যাটেলও(৪২)। রান তাড়া করতে নেমে দলকে খেলায় রেখেছিলেন কেন উইলিয়ামসন(৮১)। কিন্তু টিম ইন্ডিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে ২০৫ রানে অল আউট হয় নিউজিল্যান্ড।
3
7
প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক ছাড়াও ভাল জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টের নক আউট পর্বেও ভারতের থেকে তারা অনেক এগিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫২ রান তাড়া করে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। অতীতের রেকর্ড পিছনে ফেলে এবার জয়ের লক্ষ্যে নামবে ভারত।
4
7
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পাঁচ স্পিনার রয়েছে ভারতের। মনে করা হচ্ছে, চার স্পিনার নিয়েই প্রথম একাদশ গড়তে পারে ভারত। যা কিনা দুবাইয়ের স্লো ট্র্যাকে কার্যকর হতে পারে। ইতিমধ্যেই, গ্রুপ লিগে দুবাইয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে টিম ইন্ডিয়ার। ফলে, জাদেজা, অক্ষর, কুলদীপ, বরুণকে নিয়েই দল গড়তে পারে ভারত।
5
7
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাডাম জাম্পা দলের প্রধান স্পিনার। পাশাপাশি, ট্র্যাভিস হেড অবং গ্লেন ম্যাক্সওয়েল বোলিং অপশন হিসেবে রয়েছেন। চোটের কারণে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে কুপার কনোলিকে। চলতি, টুর্নামেন্টে ফর্মে ছিলেন শর্ট। তাঁর ছিটকে যাওয়াটা অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা।
6
7
২০২৩ সালের ফাইনালের কথা মাথায় রেখে ট্র্যাভিস হেড এবং অধিনায়ক স্টিভ স্মিথকে সেট হওয়ার আগে আউট করার চেষ্টায় থাকবে ভারতীয় দল। এই মেগা সেমিফাইনাল টিভি এবং অনলাইন দুই জায়গাতেই দেখা যাবে।
7
7
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটে নাগাদ। টস হবে দুপুর দুটো নাগাদ। ম্যাচের লাইভ সম্প্রচার হবে টেলিভিশনে স্টার স্পোর্টস এবং অনলাইন সম্প্রচার হবে জিওহটস্টার অ্যাপে।