সাগরে ফের নিম্নচাপ অঞ্চল। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাব। যদিও এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। কিন্তু আগামী সাতদিন জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে। আগামী দু’দিনে তা দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে।
3
8
এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, মুজফ্ফরনগর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না।
4
8
তবে, শুক্রবার দুপুরে হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে আগামী কয়েকঘণ্টায় রাজ্যের জেলায় জেলায় ঝড়-জল দুর্যোগের পূর্বাভাস।
5
8
শুক্রবার দুপুরে হাওয়া অফিস জানাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সঙ্গে তীব্র বৃষ্টি, দমকা বাতাসের সম্ভাবনা। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
6
8
আগামী দু থেকে তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাসের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
7
8
অন্যদিকে মালদহের বেশকিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সমকা বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। জারি হলুদ সতর্কতা।
8
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পয়লা জুন থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই মরশুমের মোট বৃষ্টিপাত ১১৯৫.৪ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ১ শতাংশ বেশি। এর মধ্যে ১৪টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। ৫টি জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টি হয়েছে এবং অবশিষ্ট ৪টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।