ফিক্সড ডিপোজিট মানেই হল ভাল সুদের হার। যদি সেখানে ভাল সুদ পাওয়া যায় তাহলে সেখানে সকলেই বিনিয়োগ করতে পছন্দ করবেন। তবে বিনিয়োগের আগে দেখে নিতে হবে কোথায় আপনি নিজের টাকা রাখবেন।
2
9
বেসরকারি ব্যাঙ্কের তালিকায় অন্যতম আইডিবিআই ব্যাঙ্ক। এখানে ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন হয়েছে। যদি এটি জানা থাকে তাহলে সেখান থেকে আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন।
3
9
আইডিবিআই ব্যাঙ্কের উৎসব ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বরাবরই ভাল। এবার তারা এই সুদের হারের সময় বাড়িয়েছে।
4
9
এখানে ৪৪৪ দিনের সময়ে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৮৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৩৫ শতাংশ হারে সুদ।
5
9
এখানে ৫৫৫ দিনের সময়ে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৯০ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৪০ শতাংশ হারে সুদ।
6
9
এখানে ৭০০ দিনের সময়ে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ।
7
9
এখানে আপনি ৩ লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। এখানে রয়েছে আইডিবিআই সুবিধা ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট। সেখানে আপনি ৫ বছরে বিনিয়োগ করলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ।
8
9
আইডিবিআই চিরঞ্জীবি সুপার সিনিয়র ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে ৮০ বছর বয়সীদের জন্য। এখানে ৪৪৪ দিনের জন্য টাকা রাখলে সুদ পাবেন ৭.৫০ শতাংশ। অন্যদিকে ৫৫৫ দিনের জন্য যদি টাকা রাখেন তাহলে সেখান থেকে পাবেন ৭.৫৫ শতাংশ হারে সুদ। ৭০০ দিনের জন্য যদি টাকা রাখেন তাহলে সেখান থেকে আপনি পাবেন ৭.৪০ শতাংশ হারে সুদ।
9
9
তবে যেখানেই আপনি বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।