দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত কামব্যাক করেছে আফগানিস্তান। বুধবার লাহোরে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা জিইয়ে রাখল তারা। উল্টোদিকে পরপর দু’ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে।
2
7
গ্রুপ এ-তে ইতিমধ্যেই ভারত এবং নিউজিল্যান্ড পরপর দু’ম্যাচ জিতে উঠে গিয়েছে সেমিফাইনালে। আগামী ২ মার্চ তারা মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে। কিন্তু টুর্নামেন্টের অন্য গ্রুপে শেষ চারে ওঠার অঙ্ক বেশ কঠিন। কারণ, ইংল্যান্ড বাদে তিনটি দলই টিকে রয়েছে প্রতিযোগিতায়।
3
7
ইংল্যান্ডকে হারালেও আফগানিস্তানের সেমির টিকিট পাকা হয়নি। গত মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়েছিল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের মধ্যে প্রোটিয়াদের কাছে হারতে হয়েছে রশিদ খানদের। অস্ট্রেলিয়ার সঙ্গে এখনও খেলা বাকি। শেষ চারে ওঠার সুযোগ রয়েছে তিন দলের কাছেই। কীভাবে? আসুন দেখে নেওয়া যাক।
4
7
প্রথমে আসা যাক অস্ট্রেলিয়ার কথায়। ইতিমধ্যেই, লিগ স্টেজে দুটি ম্যাচ খেলে ফেলেছে স্টিভ স্মিথের দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারালেও দ্বিতীয় খেলা বৃষ্টির জন্য ভেস্তে যায়। আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ বর্তমানে ডু অর ডাই। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই সেমিতে চলে যাবে অস্ট্রেলিয়া। অর্থাৎ যদি খেলা বৃষ্টিতে ভেস্তেও যায় তাহলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে অজিদের কাছে।
5
7
আফগানদের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় এবং অন্য ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তখন আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা চলে যাবে পরবর্তী রাউন্ডে।
6
7
লিগ স্টেজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেই সেমিতে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। আবার অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তবে ইংল্যান্ডের কাছে হারলেও কোনও প্রভাব পড়বে না প্রোটিয়াদের কাছে। কিন্তু ইংল্যান্ডের কাছে হার এবং অন্য ম্যাচে আফগানরা জয় পেলে অঙ্ক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে উঠে আসবে নেট রান রেটের প্রসঙ্গ। যাদের নেট রান রেট বেশি তারা চলে যাবে সেমিফাইনালে।
7
7
আফগানিস্তানের কাছে অঙ্কটা খুব সোজা। অস্ট্রেলিয়া ম্যাচটা রশিদ খানদের কাছে অলিখিত কোয়ার্টার ফাইনাল। বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। লাহোরে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। আর হেরে গেলে দেশে ফেরার বিমান ধরতে হবে। ২০২৩ সালের বিশ্বকাপে ম্যাক্সওয়েলের দ্বিশতরানে জেতা ম্যাচ হেরে গিয়েছিল আফগানিস্তান। পরিস্থিতিটা খানিকটা এরকমই ছিল। এবারে কী হবে তারই অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।