৯ বছর ৬ মাস কাজ করার পর আপনি কত গ্র্যাচুইটি পাবেন তা জেনে নিন। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী, এই মেয়াদকালকে ১০ বছর হিসেবে ধরা হয় হিসাবের জন্য। এই গাইডে আমরা গ্র্যাচুইটির হিসাব বোঝাতে সাহায্য করব, যেখানে আপনার শেষ বেতন যদি হয় ৬৫,০০০, ৭৫,০০০ বা ৮৫,০০০।
2
8
গ্র্যাচুইটি হল একটি আর্থিক সুবিধা যা নিয়োগকর্তা কর্মীর দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি হিসেবে প্রদান করে থাকেন। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুসারে, যেসব প্রতিষ্ঠানে ১০ বা ততোধিক কর্মচারী রয়েছে এবং কর্মচারী অন্তত ৫ বছর ধারাবাহিকভাবে কাজ করেছেন — তারা গ্র্যাচুইটির জন্য যোগ্য।
3
8
গ্র্যাচুইটি হিসাব করার সময়, যদি আপনি ৯ বছর ৬ মাস বা তার বেশি সময় কাজ করেন, তাহলে সেটিকে ১০ বছর হিসেবে গণ্য করা হয়। কারণ ৬ মাস বা তার বেশি সময় কাজ করলে তা পরবর্তী পূর্ণ বছরে রাউন্ড আপ করা হয়।
4
8
গ্র্যাচুইটি হিসাবের ফর্মুলা হলঃ (বেসিক বেতন × চাকরির বছর × ১৫) ÷ ২৬। ১৫ অর্থাৎ প্রতি বছর ১৫ দিনের বেতন এবং ২৬ হল মাসে গড় কাজের দিন।
5
8
নিচে বিভিন্ন বেতনের ভিত্তিতে ১০ বছরের জন্য গ্র্যাচুইটির হিসাব দেওয়া হল। বেসিক বেতন ৬৫,০০০ হলে গ্র্যাচুইটি = (৬৫,০০০ × ১০ × ১৫) ÷ ২৬ = ৩,৭৫,০০০।
6
8
বেসিক বেতন ৭৫,০০০ হলে গ্র্যাচুইটি = (৭৫,০০০ × ১০ × ১৫) ÷ ২৬ = ৪,৩২,৬৯২। বেসিক বেতন ৮৫,০০০ হলে গ্র্যাচুইটি = (৮৫,০০০ × ১০ × ১৫) ÷ ২৬ = ৪,৯০,৩৮৪।
7
8
যদি সঠিকভাবে হিসেব করে চলতে পারেন তাহলে গ্র্যাচুইটি থেকে ভাল টাকা পেতে পারেন। সেখান থেকে নিজেকে আগে থেকেই তৈরি করতে হবে।
8
8
যদি গ্র্যাচুইটির সমস্ত নিয়ম জানা থাকে তাহলে হিসেব করে নিজের টাকা বিচার করতে পারবেন। তবে সেজন্য আপনি নিজেকে তৈরি করতে পারবেন।