ব্যাঙ্ক কবে খোলা আর কবে বন্ধ, তা জানা অতি প্রয়োজনীয় সাধারণ মানুষের জন্য। কেউ না জানতে পারলে, একবার ভুল করে ব্যাঙ্ক বন্ধের দিনে যদি হাতের কাজ সারবেন ভাবেন, ব্যাস তাহলেই মুশকিল।
2
8
না হয় ব্যাঙ্কের কাজ, অন্যদিকে পূর্বপরিকল্পনায় একেবারে নষ্ট হয় গোটা দিন। তখন আবার একদিন হাতে রাখতে হয় কাজ সারতে। এই অবস্থায় মাস পড়লেই নজর থাকে, সে মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
3
8
তথ্য, ১৩ থেকে ২১ তারিখ, এই চলতি সপ্তাহে এক নয়, একাধিক দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা। ভুল করে বন্ধের দিনে ব্যাঙ্ক যাওয়ার আগে, এখনই দেখে নিন তালিকা। কেন, কবে, কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক-
4
8
শুরুতেই বলে নেওয়া যাক, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ভারত জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের জন্য সাপ্তাহিক ছুটি। যার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও (SBI) অন্তর্ভুক্ত। এছাড়াও, এই বছর জুলাই মাসে মোট সাতটি তালিকাভুক্ত ব্যাঙ্ক ছুটি রয়েছে।
5
8
জাতীয় ও স্থানীয় অনুষ্ঠান, কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা, ধর্মীয় উদযাপন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিবেচনা করে আরবিআই এবং রাজ্য সরকারগুলি সেখানকার ব্যাঙ্কগুলির ছুটির তালিকা প্রকাশ করেছে। এছাড়া, ১৩ থেকে ২০ জুলাই-
6
8
১৩ জুলাই (রবিবার)- দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ এমনিতেই। ১৪ জুলাই (সোমবার)— বেহ দেইংখলাম, মেঘালয়ের জৈন্তিয়া উপজাতির দ্বারা পালিত বেহ দেইংখলাম উৎসবের জন্য শিলংয়ে এইদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
8
১৬ জুলাই(বুধবার)— হারেলা, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল এবং হিমাচল প্রদেশের কিছু অংশে পালিত হরেলা উৎসবের জন্য দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ জুলাই(বৃহস্পতিবার)— ইউ তিরট সিং-এর মৃত্যুবার্ষিকী, খাসি জনগোষ্ঠীর অন্যতম প্রধান ইউ তিরট সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
8
১৯ জুলাই (শনিবার)— কের পূজা, ত্রিপুরায় পালিত উৎসব কের পূজার জন্য আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ জুলাই(রবিবার) — সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে স্বাভাবিক নিয়মে।