ব্যাঙ্ক কবে খোলা আর কবে বন্ধ, তা জানা অতি প্রয়োজনীয় সাধারণ মানুষের জন্য। কেউ না জানতে পারলে, একবার ভুল করে ব্যাঙ্ক বন্ধের দিনে যদি হাতের কাজ সারবেন ভাবেন, ব্যাস তাহলেই মুশকিল।
2
7
না হয় ব্যাঙ্কের কাজ, অন্যদিকে পূর্বপরিকল্পনায় একেবারে নষ্ট হয় গোটা দিন। তখন আবার একদিন হাতে রাখতে হয় কাজ সারতে। এই অবস্থায় মাস পড়লেই নজর থাকে, সে মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
3
7
এমনিতেই মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ভারত জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের জন্য সাপ্তাহিক ছুটি। যার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (SBI) অন্তর্ভুক্ত।
4
7
হিসেব বলছে, সেসব ছাড়াও, আগস্ট মাস জুড়ে আরও একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। মাস পড়ার আগেই, দেখে নিন তালিকা- ৩ আগস্ট- কের পূজা উপলক্ষ্যে ত্রিপুরায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাছাড়া ওই দিন এমনিতেই রবিবার। ৮ আগস্ট, শুক্রবার- টেন্ডং লো রাম ফাতের জন্য সিকিম এবং ওড়িশার ব্যাঙ্ক বন্ধ।
5
7
৯ আসগট, শনিবার- রাখির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে। ১৩ আগস্ট, বুধবার- দেশভক্তি দিবসের জন্য মনিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
১৫ আগস্ট, শুক্রবার- স্বাধীনতা দিবসের জন্য দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ। ১৬ আগস্ট, শনিবার- পারসি নিউ ইয়ার উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ। জন্মাষ্টমী উপলক্ষে এমনিতেই সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।