বাবা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ১২ ডিসেম্বর, শুক্রবার সমাজমাধ্যমে দুপুরে ১২:৩০ নাগাদ অনুরাগীদের সঙ্গে বাবা হওয়া সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেতা। সঙ্গে মেয়ের নামও প্রকাশ্য এনেছেন।সমাজমাধ্যমে নবজাতকের হাতের ছবি ভাগ করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ফুটফুটে কন্যা সন্তানের আগমনের বার্তা দিচ্ছি। এই পৃথিবীতে তোমায় স্বাগতম আমার মিষ্টি মেয়ে আনায়া।’
অভিনেতা আরও লেখেন, তাঁদের 'ছোট্ট রাজকন্যাকে' যেন সবাই প্রার্থনা করেন। এই সময়ে ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা যে অকুন্ঠ ভালবাসা ও সমর্থন জুগিয়েছেন, তার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। মুহূর্তের মধ্যেই সেই পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছা ও ভালবাসার বন্যা। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও অনুরাগীরা কমেন্ট বক্সে অভিনেতাকে নতুন করে বাবা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
জানা যায়, অপূর্ব এবং তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানেই তাঁদের কন্যা সন্তানটি পৃথিবীর আলো দেখেছে। মা এবং সন্তান দু'জনেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে খবর। ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। শাম্মা পেশায় গাড়ি কোম্পানির কর্মকর্তা। তাঁর জন্ম ও বেড়ে ওঠা মার্কিন মুলুকে।
বিয়ের কিছুদিন আগে ২৯ আগস্ট ঘরোয়া পরিবেশে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল অপূর্বর উত্তরার বাড়িতে। সে সময় এই খবর তেমন কেউই জানতেন না। পরে নানা জল্পনা-কল্পনার মধ্যে অপূর্ব নিজেই ১ সেপ্টেম্বর বাগদানের কথা স্বীকার করে নেন।
এর আগে ২০২০ সালে তাঁর প্রথম স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অপূর্ব। তাঁদের সংসারে একটি পুত্র সন্তান আছে – জায়ান ফারুক আয়েশ। সম্প্রতি, ছেলে আয়াশের সঙ্গে অপূর্বের একটি আবেগঘন ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। বিবাহবিচ্ছেদের পরও বাবা-ছেলের ভালবাসার সম্পর্কে এতটুকু চিড় ধরেনি। নিয়মিতই বাবার সঙ্গে খেলার ছবি ও সময় কাটানোর মুহূর্ত প্রকাশ্যে আসে আয়াশের। এই ভিডিও নিয়েও অভিনেতা সেসময় তুমুল আলোচনায় এসেছিলেন।
প্রসঙ্গত, অপূর্ব বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। তিনি কাজ করেছেন এপার বাংলাতেও। প্রতীম ডি গুপ্তর পরিচালনায় 'চালচিত্র' ছবিতে মুখ্য খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল অপূর্বকে। এছাড়াও কলকাতায় কিছু বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন অভিনেতা। এবার শাম্মার সঙ্গে বিয়ের চার বছর পর কন্যাসন্তানের আগমনে অপূর্ব এবং তাঁর বর্তমান স্ত্রী শাম্মার জীবনে শুরু হল এক নতুন অধ্যায়।
