সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী নম্রতা শিরোদকর তাঁর বোন, দক্ষিণী তারকা মহেশ বাবু তাঁর ভগ্নিপতি। তিনি, শিল্পা শিরোদকর।  অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে, সুনীল শেট্টির সঙ্গে একসময় চুটিয়ে কাজ করেছেন বলিউডে। তাঁর নাচ, লাস্য, অভিনয় তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।   এরপর লম্বা বিরতি নেওয়ার পর ২০১৩-য় শিল্পা ছোট পর্দায় হিন্দি ধারাবাহিক ‘এক মুঠ্‌ঠি আসমান’-এ অভিনয় করেন। ‘কমলা বাই’ চরিত্রে যথারীতি তিনি ফের আলাদা করে সকলের নজর কাড়েন। বর্তমানে ‘বিগ বস ১৮’-র অন্যতম প্রতিযোগী তিনি। সেখানেই তিনি ফাঁস করলেন মালাইকা অরোরা নন, 'দিল সে' ছবির আইকনিক ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের দৃশ্যের জন্য তাঁকেই প্রথমে ভেবেছিলেন নৃত্য-পরিচালক ফারহা খান! 

 


চলন্ত ট্রেনের ছাদে নাচ। ১৯৯৮ সালে ‘দিল সে’ ছবির সেই গান উন্মাদনার পারদ চড়িয়েছিল। ‘ছাঁইয়া ছাঁইয়া’-য় শাহরুখ খানের সঙ্গে প্রথম নজরে এসেছিলেন মালাইকা অরোরা। সেই নাচের কোরিয়োগ্রাফার ছিলেন ফারহা খান। 'বিগ বস'-এর ঘরে আরও দুই প্রতিযোগী করণবীর মেহরা এবং চাম দারাং-কে তিনি আক্ষেপের স্বরে জানান, ‘অতিরিক্ত মোটা’ বলে তাঁকে নেওয়া হয়নি শেষ অবধি। " ফারাহ আমাকে এই ভিডিওর প্রস্তাব দিয়ে জানিয়েছিলেন ওজন কমাতে হবে আমাকে। এর ১০ দিন পর আমাকে দেখে অবশ্য বাদ দিয়ে দেন তিনি।" শোনামাত্রই করণের প্রশ্ন -"কেন ওজন কমাতে পারোনি তুমি?"  শিল্পের জবাব - "ফারহা জানিয়েছিল, গানের দৃশ্যের জন্য নায়িকাকে যেমনভাবে ভেবেছি সেই তুলনায় তোমার ওজন এখনও বেশি।  তা শুনে খানিক মজার সুরে করণের প্রশ্ন, " তুই ওই টর্নের মাথায় চড়লে ভারের চোটে ট্রেন চলা বন্ধ হয়ে যেত নাকি?" যদিও এ প্রশ্নের কোনও জবাব আসেনি শিল্পার তরফে।